প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে এনডিএ-র কথা। দিল্লিতে শরিক দলগুলির সঙ্গে বৈঠকে মোদীর ঘোষণা, তৃতীয়বার দেশের ক্ষমতায় এলে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে। ৩৮ দলের এনডিএ-র বৈঠকে মোদী বলেন, "রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে কিন্তু কোনও শত্রুতার জায়গা নেই। কিন্তু এটা দুর্ভাগ্যের যে এখনকার বিরোধীরা আমাদের হেনস্থা করে। আমরা ভারতকে যাবতীয় রাজনৈতিক স্বার্থের উর্ধ্বে রেখেছি। এনডিএ সরকারই প্রণব দা-কে ভারত রত্ন দিয়েছে। এনডিএ সরকারই শরদ যাদব, মুলায়ম সিং যাদব, গুলাম নবি আজাদ, মুজাফ্ফর বেগ সহ অন্যান্য বিরোধী দলের নেতাদের পদ্ম সম্মানে ভূষিত করেছে।"
সঙ্গে মোদী জোর গলায় এনডিএ-র দলের নেতাদের বলেন, " দেশের জন্য আমি সব চেষ্টা করব, সব পরিশ্রম উজাড় করে দেবো। আমার শরীরের প্রতিটি অংশ, সময়ের প্রতিটি মুহূর্ত দেশের জন্য উতসর্গ করব।"আরও পড়ুন-সোনিয়া-রাহুল গান্ধীর বিমান বিভ্রাট, জরুরী অবতরণ ভোপাল বিমানবন্দরে
দেখুন ভিডিয়ো
#WATCH | In politics, there can be competitiveness but not enmity. Unfortunately, today opposition has made it its identity to abuse us. We always kept India above all political interests. It is the NDA govt that conferred Bharat Ratna on Pranab da. NDA also conferred the Padma… pic.twitter.com/jKwxJkr72U
— ANI (@ANI) July 18, 2023
বিরোধী জোটকে নিয়ে মোদী বলেন, " রাজনৈতিক স্বার্থের জন্য ওরা কাছাকাছি এসেছে। ২০২৪ লোকসভা নির্বাচন আর বেশী দূরে নেই। দেশের মানুষ ঠিক করে নিয়েছে তৃতীয়বারের জন্য এনডিএ সরকারকে দেশের ক্ষমতায় আনার।"বিরোধীরা যেমন তাদের জোট নাম দিয়েছে INDIA। তেমনই মোদী বললেন, এনডিএ-র পুরো কথা হল নিউ ইন্ডিয়া (নতুন ভারত), ডেভেলপমেন্ট (উন্নয়ন) ও অ্যাসপিরেসন (উচ্চাকাঙ্খী)।