বেঙ্গালুরু, ১৩ মে: কর্ণাটকে ভোট গণনার প্রাথমিক প্রবণতায় অনেকটা এগিয়ে রয়েছে কংগ্রেস। গণনার ট্রেন্ড যেদিকে চলেছে তাতে মনে হচ্ছে কর্ণাটকে ফিরছে কংগ্রেস। দীর্ঘদিন বাদে কোনও বড় নির্বাচনে বিজেপিকে পরাস্ত করছে কংগ্রেস। আর সেই আনন্দে দিল্লি থেকে বেঙ্গালুরু, কংগ্রেস পার্টি অফিসের সামনে শুরু হয়ে গিয়েছে উতসব।
কর্ণাটকে ফল ঘোষণার মাঝে কংগ্রেসের টুইটে, রাহুলের ভারত জোড়ো যাত্রার ভিডিয়ো দেওয়া হল। ক মাস আগে কর্ণাটকে ভারত জোড়ো যাত্রায় গিয়ে ঝড় তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
দেখুন ভিডিয়ো
I'm invincible
I'm so confident
Yeah, I'm unstoppable today 🔥 pic.twitter.com/WCfUqpNoIl
— Congress (@INCIndia) May 13, 2023
দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে এগিয়ে থাকার আনন্দে আতসবাজি
#WATCH | Fireworks at AICC office in Delhi as the party crosses halfway mark in #KarnatakaElectionResults2023 pic.twitter.com/zNsy7OzPEl
— ANI (@ANI) May 13, 2023
রাহুলের ছবি দিয়ে কংগ্রেসের সেই টুইটে লেখা হল, আমি আজ অপরাজেয়, আমি আজ খুব আত্মবিশ্বাসী, আমায় আজ থামানো যাবে না। কর্ণাটকে গণনার প্রথম আড়াই ঘণ্টা শেষে দেখা যাচ্ছে কংগ্রেস এগিয়ে ১১৭টি আসনে, বিজেপি সেখানে লিড পেয়েছে ৭৩টি-তে। তৃতীয় স্থানে থাকা জেডিএস এগিয়ে ২৯টি-তে।