হায়দরাবাদ, ২৩ সেপ্টেম্বর: হায়দরাবাদের (Hyderabad) জুবিলি হিলসের একটি বিলাসবহুল রেস্তোরাঁর শৌচাগারে (Washroom) লুকনো ক্যামেরা৷ যে ক্যমেরা রেস্তোরাঁয় যাওয়া এক মহিলার চোখে পড়তেই তিনি পুলিশের দ্বারস্থ হন৷ এমনকী, শৌচাগারে ক্যামেরা দেখে চিৎকার জুড়ে দেন ওই মহিলা৷ এরপর ক্যামেরা খুলে তিনি জুবিলি হিলস থানার হাতে তুলে দেন৷
রিপোর্টে প্রকাশ, জুবিলি হিলসের (Jubilee Hills) ওই রেস্তোরাঁয় (Restaurant) তল্লাশি চালিয়ে পুলিশ (Police) জানতে পারে, সেখানকার এক কর্মীর মোবাইল ফোনের সঙ্গে গোপন ক্যামেরা জোড়া ছিল৷ আড়াল থেকে রেস্তোরাঁর ওই কর্মীই সব নিয়ন্ত্রণ করতেন৷ যা জানতে পেরে কার্যত চোখ কপাল ওঠে পুলিশের৷ ওই ঘটনায় নালগোন্ডা থেকে পুলিশ একজনকে গ্রেফতার করে৷ যদিও ধৃত ব্যক্তি দাবি করেন, তিনি ভুলে শৌচাগারে ফোনটি রেখে এসেছিলেন৷
আরও পড়ুন: Muslim Man: মুসলিম ব্যক্তির গলায় মহাভারতের গান, ভাইরাল ভিডিয়ো
গ্রেফতারির পর পুলিশ ধৃতের বিরুদ্ধে বারতীয় দণ্ডবিধির ৩৫৪-র সি, ৫০৯ এবং ৬৭ ধারায় অভিযোগ দায়ের করেছে৷ পাশাপাশি ওই ক্যামেরা থেকে ৪ ঘণ্টার ভিডিয়ো উদ্ধার করেছে পুলিশ৷ যা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ৷