Lucknow Murder Video (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২২ জুলাই: মায়ের (Mother) খুনের বদলা। ১০ বছর ধরে অপেক্ষার পর অবশেষে মায়ের খুনের বদলা নিল এক তরুণ (Son)। প্রথমে দোকানের মধ্যে পিটিয়ে, তারপর রাস্তার উপর প্রকাশ্যে রডের বাড়ি দিয়ে মেরে খুন করা হল এক যুবককে। উত্তরপ্রদেশ থেকে এমনই একটি ভিডিয়ো (Viral Video) প্রকাশ্যে আসতেই তা নিয়ে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। রিপোর্টে প্রকাশ, ২০১৫ সালে লখনউয়ের (Lucknow) এক নারকেল বিক্রেতা সোনু কাশ্যপ নামে এক যুবকের মাকে অপমান করে। রাস্তার উপর ওই দাঁড় করিয়ে ওই মহিলাকে প্রথমে অপমান করা হয়, তারপর চড়, থাপ্পড়ও মারা হয়। গত ১০ বছর আগের সেই ঘটনা ভুলতে পারেনি সোনু। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত অপেক্ষা করে অবশেষে সোনু কাশ্যপ নিজের মায়ের অপমানকারীর খোঁজ পায়। এরপর ওই ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে মেরে ফেলে সোনু কাশ্যপ। সোনু আরও ৪ বন্ধুকে জোগাড় করে। এরপর ৫ জন মিলে ওই ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়ে খুন করে বলে জানা যায়।

আরও পড়ুন: After Mother's Insult Son Executes Brutal Murder: মায়ের অপমানের 'বদলা', ১০ বছর ঘুরে দোকানদারকে নৃশংসভাবে খুন করল ছেলে, বলিউডি চিত্রনাট্যের চেয়ে কম নয় এই কাহিনী

দেখুন কীভাবে রাস্তার উপর ছুটিয়ে মায়ের অপমানকারীকে খুন করল সোনু কাশ্যপ...

 

জানা যায়, সোনু তার বন্ধু আদিল, রঞ্জিত, সালামত এবং রেহমত আলিকে গোটা ঘটনার কথা খুলে  বলে। এরপর আদিল, রঞ্জিত, সালামত এবং রেহমাত আলিকে নিয়ে ওই ব্যক্তির দোকানে হাজির হয়। সোনুরা দোকানে হাজির হতেই সেখানকার ঝাঁপ বা শাটার বন্ধ করে দেয়। এরপর বন্ধ দোকানের মাঝে ওই ব্যক্তিকে বেদম মারধর করা হয়। কোনওক্রমে ওই ব্যক্তি দোকান ছেড়ে পালাতে শুরু করলেও নিস্তার পায়নি।

লখনউয়ের রাস্তায় ওই ব্যক্তিকে প্রকাশ্যে লোহার রড দিয়ে বাড়ি মেরে খুন করে সোনু কাশ্যপরা। তারপর সেখান থেকে তারা পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।