Representational Image (Photo Credit: X)

প্রতিবেশী তরুণীর গলা কেটে খুন করল যুবক। ঘর থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভোপালের (Bhopal Shocker) টিটি নগর থানা এলাকার পঞ্চশীল নগরে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। তাঁরাই দেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। ঘটনার তদন্তে নেমে বুধবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম মুবিন খান। গ্রেফতারির পর খুনের কথা স্বীকারও করে অভিযুক্ত। তাঁকে আজ আদালতে পেশ করা হয়।

তরুণীর গোপন প্রেমিক ছিল অভিযুক্ত

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, তরুণীকে পছন্দ করত মুবিন, কিন্তু তাঁর মনের কথা মুখে কখনই আসেনি। তাই দূর থেকেই ভালোবাসত যুবক। কিন্তু সম্প্রতি তরুণীর বাগদান হয়ে যাওয়ায় ক্ষোভে ফেঁটে পড়ে। তারপরই মঙ্গলবার রাতে লুকিয়ে তাঁর ঘরে প্রবেশ করে খুন করে মুবিন। পরেরদিন সকালে যুবতীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। যদিও প্রাথমিক তদন্তে প্রতিবেশী যুবকের ওপর সন্দেহ যায়নি পুলিশের।

গ্রেফতার অভিযুক্ত

এদিকে ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যায় মৃতাকে ব্লেড ও ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়েছিল। এছাড়া সিসিটিভি ফুটেজেও ঘটনার দিন যুবককে ভোর তিনটে নাগাদ বাড়ির আশেপাশে দেখতে পাওয়া যায়। তারপরেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হলে তখনই জেরার মুখে সে সত্যিটা স্বীকার করে। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়।