Daily Coronavirus Cases In India: ৫০ হাজারের নিচে নভেম্বরের দৈনিক সংক্রমণ, করোনার সেকেন্ড ওয়েভের বিপদ থেকে প্রায় মুক্ত ভারত
প্রতিদিন দেশে ১০ লাখেরও বেশি করোনা টেস্ট হলেও নভেম্বরের বেশিরভাগ দিনই দৈনিক সংক্রমণে ৫০ হাজারের (Countries Daily COVID-19 Case Count) নিচে ছিল। বুধবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া এই তথ্যই দাবি করে যে দেশে করোনার সংক্রমণে এবার নিম্নগতি এসেছে। স্বাস্থ্য মন্ত্রকের প্রদর্শিত গ্রাফে দেখা যাচ্ছে ২১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর এই সময়কালে দেশে দৈনিক সংক্রমণ ৫০ হাজারের নিচেই রয়েছে। যেখানে প্রতিদিন করোনা টেস্টের সংখ্যা ১০ লক্ষের কাছাকাছি হলেও পজিটিভ কেস ৫ শতাংশের নিচেই রয়েছে। আগে যখন ৭ নভেম্বর দেশের দৈনিক সংক্রমণ ৫০ হাজারের কোঠা টপকে গিয়েছিল।
নতুন দিল্লি, ২ ডিসেম্বর: প্রতিদিন দেশে ১০ লাখেরও বেশি করোনা টেস্ট হলেও নভেম্বরের বেশিরভাগ দিনই দৈনিক সংক্রমণে ৫০ হাজারের (Countries Daily COVID-19 Case Count) নিচে ছিল। বুধবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া এই তথ্যই দাবি করে যে দেশে করোনার সংক্রমণে এবার নিম্নগতি এসেছে। স্বাস্থ্য মন্ত্রকের প্রদর্শিত গ্রাফে দেখা যাচ্ছে ২১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর এই সময়কালে দেশে দৈনিক সংক্রমণ ৫০ হাজারের নিচেই রয়েছে। যেখানে প্রতিদিন করোনা টেস্টের সংখ্যা ১০ লক্ষের কাছাকাছি হলেও পজিটিভ কেস ৫ শতাংশের নিচেই রয়েছে। আগে যখন ৭ নভেম্বর দেশের দৈনিক সংক্রমণ ৫০ হাজারের কোটা টপকে গিয়েছিল। সেই সময় মনে করা হচ্ছিল আমেরিকা ইউরোপের মতো ভারতেও করোনার সেকেন্ড ওয়েভ শুরু হতে চলেছে। আরও পড়ুন-Sunny Deol: করোনাভাইরাস পজিটিভ সানি দেওল, কুলুর ফার্ম হাউসে আইসোলেশনে অভিনেতা
যদিও দেশ করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভকে রুখে দিতে সমর্থ হয়েছে। এরই নিদর্শন হিসেবে দেখা যায় যে, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান ও মধ্যপ্রদেশে করোনার অ্যাকটিভ কেস লক্ষ্যণীয় হারে কমেছে। পাঁচটি রাজ্যে সংক্রমণের গতি আগের তুলনায় বেশ কম। এই তালিকায় রয়েছে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, কর্মাটক ও কেরালা। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই তথ্য দেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব।