পটনা, ১৩ জুন: বিহারে সমস্যায় নীতীশ কুমারের সরকার। বিহার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন হাম নেতা সন্তোষ কুমার সুমন (Santosh Kumar Suman)। বিহারে এখন আরজেডি, জেডি (ইউ), কংগ্রেস ও হিন্দুস্থান আওয়াম মোর্চা(HAM)-এর মহাজোট সরকার ক্ষমতায়। আর সেই হাম-এর প্রধান তথা বিহারের রাজনীতির বড় নাম জিতেন রাম মাঞ্জির ছেলে সন্তোষ সুমন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে তোপ দেগে ইস্তফা দিলেন।
সম্প্রতি হিন্দুস্থান আওয়াম (হাম) মোর্চার প্রধান জিতেন রাম মাজি দাবি করেছিলেন ২০২৪ লোকসভায় তার দলকে ৫টি আসনে প্রার্থী দিতে ছাড়তে হবে মহাজোটকে। নীতীশ কুমার সেই দাবি মানেননি। সন্তোষ সুমনের অভিযোগ, নীতীশ তার বাবা জিতেনকে চাপ দিচ্ছেন যাতে তাদের দল জেডি (ইউ)-তে মিশে যায়। কিন্তু নীতীশের চাপের কাছে মাথানত করবে না হাম, এমন কথাই বললেন সন্তোষ সুমন।
দেখুন টুইট
Hindustani Awam Morcha (Secular) chief Jitan Ram Manjhi's son, Dr. Santosh Kumar Suman resigns as a minister of the grand alliance government in Bihar.
(File photo) pic.twitter.com/nmzNmjpTJc
— ANI (@ANI) June 13, 2023
দলকে বাঁচাতে, নীতীশের বিরুদ্ধে প্রতিবাদেই তিনি মন্ত্রিসভা ছাড়লেন বলে সন্তোষ জানালেন। বিহার বিধানসভায় হাম-এর চারজন বিধায়ক আছে। গত লোকসভায় আরজেডি, কংগ্রেসের সঙ্গে জোট গড়ে লড়েছিল হাম।