H3N2 Virus Scare: ৬ মাসেই চরিত্র বদলে ঘাতক H3N2 ভাইরাস, আক্রান্তদের হাসপাতালে ভর্তির প্রয়োজনীয়তা বাড়বে
H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ধরন বদলাচ্ছে। দেখা যাচ্ছে প্রকৃতি বদলে এই ভাইরাস ফুসফুসে সংক্রমণ ছড়ানো সহ নানা শারীরিক সমস্যা তৈরি করছে।
করোনা, অ্যাডিনোর পর এবার H3N2 ভাইরাস নিয়ে উদ্বেগে দেশ। H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নিয়ে দেশজুড়ে চিন্তা বাড়ছে। দেখা যাচ্ছে চরিত্র বা প্রকৃতি বদলে এই ভাইরাস ফুসফুসে সংক্রমণ ছড়ানো সহ নানা শারীরিক সমস্যা তৈরি করছে। মাত্র ৬ মাসের মধ্যেই অপ্রত্যাশিতভাবে ধরন বদলে নিল H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এর ফলে দেশে যেমন H3N2 ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়বে। তেমনই আক্রান্তদের হাসপাতালে ভর্তির প্রয়োজনীয়তা বাড়বে। ভাইরাসের এই চরিত্র বদলে এটি আরও বিপজ্জনক হয়ে উঠেছে বলে মত বিশেষজ্ঞদের।
দিল্লির গঙ্গারাম হাসপতালের বিশিষ্ট চিকিতসক ধীরেন গুপ্ত বললেন, বিশেষজ্ঞরা H3N2 ভাইরাসের প্রকৃতি বা ধরন বদল দেখে বেশ অবাক হয়েছেন। কারণে বেশ দ্রুত এবং অপ্রত্যাশিতভাবে এই ভাইরাস প্রকৃতি বদলেছে। সাধারণ ইনফ্লুয়েঞ্জা নম্বর ১ ভাইরাসে আক্রান্তদেরই শুধুমাত্র হাসপাতালে ভর্তি প্রয়োজন হয়। কিন্তু এবার দেখা যাচ্ছে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস যার সাব টাইপ হল H3N2-সেখানেও শ্বাসযন্ত্রে সংক্রমণের ফলে হাসপাতালে ভর্তির প্রয়োজনীতা দেখা দিচ্ছে। আরও পড়ুন-বিবিসি ডকুমেন্টারি নিয়ে এবার বিধানসভায় রেজোলিউশন পাশ গুজরাটের
H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে ভারতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে হরিয়ানা ও কর্ণাটকে। ইতিমধ্যে গোটা ভারত জুড়ে H3N2 ভাইরাসে ৯০ জনের সংক্রমণের খবর মেলে। H3N2 ভাইরাসের পাশাপাশি H1N1 ভাইরাসেও সংক্রমণের খবর মিলছে।
কর্ণাটকের আলুর তালুকের হাসান জেলার ৮২ বছরের এক ব্যক্তি H3N2 ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। এই ভাইরাসে কর্ণাটকে মৃত এই ব্যক্তির ইনফ্লুয়েঞ্জার মত রোগের উপসর্গ ছিল। যেমন জ্বর, গলা ব্যথা, কাশি হয়েছিল। গত ২৪ ফেব্রুয়ারি তিনি হাসান ইন্সটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি হয়েছিলেন। আর তিনি মারা যান পয়লা মার্চ।
H3N2 ভাইরাসকে বলা হচ্ছে সোয়াইন ইনফ্লুয়েঞ্জা। এটি সাধারণত শুকর থেকে ছড়িয়ে মানুষকে আক্রান্ত করতে পারে। ২০১১ সালে মানুষের দেহে প্রথমবার এই ভাইরাসের খোঁজ মিলেছিল। করোনা ভাইরাস এবং ইনফ্লুয়েঞ্জা- দুটিরই লক্ষণ রয়েছে H3N2 ভাইরাসে। দুই থেকে তিন মাস বেঁচে থাকতে পারে এই ভাইরাস।