Gujarat: প্রথম বিয়ে গোপণ করে ১০ বছর সংসার, স্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ স্বামীর

স্ত্রীর সঙ্গে ১০ বছর ধরে তিনি সংসার করেছেন। ১০ বছরে তাঁরা দুই সন্তানের বাবা, মা। তারপরও তাঁর স্ত্রীর প্রথম বিয়ের কথা পুরো গোপণ করে যান বলে অভিযোগ করেন ওই ব্যক্তি।

Husband, Wife Representational Image (Photo Credit: Pixabay)

সুরাট, ১২ এপ্রিল: স্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করলেন এক স্বামী। গত ১০ বছরের সঙ্গী স্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন স্বামী। গুজরাটের (Gujarat) সুরাটের (Surat)  বাসিন্দা ওই ব্যক্তি স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে প্রথমে থানায় যান। পুলিশ তাঁর অভিযোগ নিতে চায়নি বলে খবর। থানায় অভিযোগ দায়ের করতে পারেননি বলেই এরপর ওই ব্যক্তি আদালতের দ্বারস্থ হন। প্রথম বিয়ের কথা গোপণ করে তাঁর স্ত্রী তাঁকে দ্বিতীয়বার বিয়ে করেন এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হন। যা ধর্ষণের সমান বলে দাবি করেন ওই ব্যক্তি।

স্ত্রীর সঙ্গে ১০ বছর ধরে তিনি সংসার করেছেন। ১০ বছরে তাঁরা দুই সন্তানের বাবা, মা। তারপরও তাঁর স্ত্রীর প্রথম বিয়ের কথা পুরো গোপণ করে যান বলে অভিযোগ করেন ওই ব্যক্তি। প্রতারিত বলে দাবি করা ওই ব্যক্তির আরও অভিযোগ, তিনি দুই সন্তানের ডিএনএ পরীক্ষা করান। সেই ডিএনএ পরীক্ষা থেকে জানতে পারেন, সন্তানদের মধ্যে একজনের বাবা তাঁর স্ত্রীর প্রথম স্বামী নন। তৃতীয় কেউ।

রিপোর্টে প্রকাশ, ১০ বছর ধরে স্ত্রীর সঙ্গে সংসার করতে গিয়ে, তাঁর বেশ কয়েকবার সন্দেহ হয়। স্ত্রী কারও সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন বলে সন্দেহ হতেই, তিনি সঙ্গীনির মোবাইল ফোনের চ্যাট দেখতে পান। এরপর সেই চ্যাট থেকেই স্ত্রীর প্রথম বিয়ের কথা জানতে পারেন বলে জানান ওই ব্যক্তি।



@endif