পামজিম, ৩০ অক্টোবর: মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যদি গোয়ায় (Goa) গিয়ে তৃণমূল কংগ্রেসের (Congress) সংগঠনকে জোরদার করার কাজে ব্যস্ত, সেই সময় সৈকত শহরে দেখা যায় রাহুল গান্ধীকেও। গোয়ায় এক কর্মীর বাইকে চড়ে বাম্বোলিম থেকে আজাদ ময়দানে যেতে দেখা যায় রাহুল গান্ধীকে।
আরও পড়ুন: Virat Kohli: 'ধর্মের ভিত্তিতে কাউকে অপমান দুঃখজনক', শামির পাশে দাঁড়িয়ে মন্তব্য বিরাটের
বংলার মুখ্যমন্ত্রী যখন গোয়ায় গিয়ে ২০২২ সালে বিধানসভা নির্বাচনের রণনীতি তৈরি করছেন, সেই সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীও (Rahul Gandhi) কার্যত দাপিয়ে বেড়াচ্ছেন। ২০২২ সালে গোয়া থেকে বিজেপিকে সরাতে বিরোধীরা কার্যত কোমর বেধে ময়দানে নামতে শুরু করেছেন বিরোধীরা। প্রসঙ্গত, গোয়ায় বাম্বোলিম থেকে আজাদনগর যাওয়ার পথে রাহুল গান্ধীর সামনে পড়ে মমতা বন্দ্যোপাধ্যয়ায়ের পোস্টার। যা চোখ এড়ায়নি বিরোধীদের।
#WATCH | Congress leader Rahul Gandhi takes a ride on Goa's motorcycle taxi known as 'Pilot', from Bambolim to Azad Maidan in Panaji
(Source: Congress party) pic.twitter.com/kCc0KVQsoY
— ANI (@ANI) October 30, 2021
এদিকে গোয়ায় গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। কংগ্রেসের জন্য মোদীজির হাত ক্রমাগত শক্ত হচ্ছে বলে রাহুল গান্ধীর দলকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের যখন বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াই করা উচিত, সেই সময় পশ্চিমবঙ্গে (West Bengal) তৃণমূলের বিরুদ্ধে রাহুলের দল লড়াই করছে বলে কটাক্ষ করেন বাংলার মুখ্যমন্ত্রী।