AC

Air Conditioners: এয়ার কন্ডিশনার বা শীতাতপ নিয়ন্ত্রিণ ব্যবস্থা আধুনিক কালে স্বাভাবিক জনজীবন বজায় রাখার জন্য একেবারে গুরুত্বপূর্ণ জিনিস। বিশ্ব উষ্ণায়ণ যত বাড়ছে, পরিবেশ যত বিপদে পড়ছে, ততই তাপমাত্রায় অস্বাভাবিকত্ব বাড়ছে। ভারতে পাল্লা দিয়ে বাড়ছে গরম। গরমে এসি ছাড়া টেকা দায়। আবার বিশ্বের যেসব অঞ্চল শীতপ্রবণ সেখানে ঠান্ডা বাড়ছে। তাতে বিশ্বব্যাপী AC এখন মৌলিক চাহিদা। সম্প্রতি এক সংস্থার রিপোর্ট প্রকাশ পেয়ছে বিশ্বের বিভিন্ন দেশে এসি ব্যবহারের হার কোন দেশ বা অঞ্চলে কোতায় কেমন। Global Air Conditioning Penetration- বা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি শতাংশ বাড়িতে এসি মেশিনের ব্যবহার হয় জাপানে।

সবচেয়ে বেশি এসি-র ব্যবহার জাপানে (শতাংশের বিচারে)

সূর্যোদয়ের দেশে ৯১ শতাংশ বাড়িতেই এসি আছে। তালিকায় দুই নম্বরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের ৯০ শাতংশ বাড়িতেই এসি আছে। দক্ষিণ কোরিয়া (৮৬ শতাংশ), সৌদি আরব (৬৩ শতাংশ), চিন (৬০ শতাংশ)-এর মত দেশে বহু নাগরিকদের বাড়তেই এসি রয়েছে। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ উন্নত দেশেই ৯০ শতাংশ বাড়িতে এসি রয়েছে।  কিন্তু ভারতে? রিপোর্টে প্রকাশ ভারতে মাত্র ৫ শতাংশ বাড়িতে এসি রয়েছে। তুলনায় গরিব দেশ হিসাবে বিবেচিত হওয়া মেক্সিকো (১৬ শতাংশ), ইন্দোনেশিয়া (৯ শতাংশ)-র থেকেও ভারতে ঘরপ্রতি এসি-র সংখ্যা বেশ কম।

দেখুন গ্রাফের মাধ্যমে কোন দেশে কতগুলি বাড়ি এসি আছে (শতাংশের বিচারে)

 

গোটা দুনিয়ায় ২ বিলিয়নের বেসি এসি মেশিন রয়েছে

অথচ গ্রীষ্মকালে ভারতের বেশ কয়েকটি জায়গার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস, বেশিরভাগ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যায়। অথচ বিশ্বের চতুর্থ বড় অর্থনীতির দেশ হয়েও ৯৫ শতাংশ বাড়িতেই ঘরের তাপমাত্রা আরামদায়ক রাখার কোনও ব্যবস্থাই নেই। তবে ২০৫০ সালের মধ্যে ভারতে ৪০ শতাংশেরও বেশি বাড়িতে এসি হয়ে য়াবে বলে মনে করা হচ্ছে। গোটা দুনিয়ায় ২ বিলিয়ন এয়ার কন্ডিশনার মেশিন রয়েছে। বিশ্বের মোট বিদ্যুত ব্যবহারের ১০ শতাংশই খরচ হয় এসি চালাতে।