মাস ঘুরলেই বিহারে বিধানসভা নির্বাচন (Bihar Election 2025)। নির্ঘন্ট ঘোষণার পর থেকে প্রার্থীর ঘোষণার কাজ শুরু করে দিয়েছে শাসক ও বিরোধী শিবির। এদিন মনোনয়ন জমার পর্ব শেষ হয়েছে ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত বিরোধী শিবির আসন নিয়ে রফাসূত্র বের করতে পারেনি। একদিকে এনডিএ শিবির যখন শরিকদলগুলির সঙ্গে বসে কে কোন আসনে প্রার্থী দেবে, এই নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তখন অন্যদিকে বিভ্রান্তি রয়েছে বিরোধী জোটের প্রার্থীদের মধ্যে। যার ফলে একই আসনে দুই মহাজোটের প্রার্থী একে অপরের প্রতিদ্বন্দ্বি হয়ে পড়ছেন। ফসে কে মনোনয়ন প্রত্যাহার করবেন, আর কে করবেন না, সেটাই এখন বড় প্রশ্ন মহাজোট শিবিরের।
মহাজোট নিয়ে কটাক্ষ গিরিরাজের
এই প্রসঙ্গ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সমালোচনার সুরে বলেন, “২০১০-এ বিজেপি ও জেডিইউ ঐক্যবদ্ধভাবে লড়ে ২০৬ সিট জিতেছিল। সেই রেকর্ড এবার আমরা পার করব। কারণ আমাদের কাছে নেতা আছে, নেতৃত্ব আছে, আসন সমঝোতা নিয়ে কোনও সমস্যা হয়নি। আমাদের মধ্যে মহাজোট বলে কিছুই ছিল না। কিন্তু বিরোধীদের মধ্যে কোনও নেতা নেই, সকলেই দিশাহীন হয়ে পড়েছে। তেজস্বী যাদবকে কেউ নেতা মানছে না, কংগ্রেস নিজেদের সুবিধা দেখছে”।
দেখুন গিরিরাজ সিংয়ের মন্তব্য
#WATCH | #BiharElection2025 | Arwal, Bihar: Union Minister Giriraj Singh says, "In 2010, JD(U) and BJP made a record together when they won 206 seats. This time, we will go higher than that. We have 'neta', 'netritva' and program. There is no such thing as 'mahagathbandhan',… pic.twitter.com/WI4bb2W0DV
— ANI (@ANI) October 18, 2025
এনডিএ-র জয় নিয়ে আশাবাদী গিরিরাজ
গিরিরাজ আরও বলেন, “এটা মহাগাটবন্ধন হয়নি, এটা ঠগবন্ধন হয়েছে। একে অপরকে ঠগাচ্ছে। এরা নিজেরাই জানে না এদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন। এখন পরিস্থিতি এমন হয়েছে যে জোটেরই এক প্রার্থী অন্য প্রার্থীর প্রতিদ্বন্ধিতা করছে। যদিও বিহারের মানুষ বিচক্ষণ, তাঁরা জানে যে এনডিএ তাঁদের পাশে রয়েছে, আর তাঁরা এনডিএ প্রার্থীকেই জেতাবে”।