সম্প্রতি নেপালে দুর্নীতিগ্রস্থ সরকারকে হটানো হোক, কিংবা বছরখানেক আগে বাংলাদেশে হাসিনা সরকারের পতন হোক, দুই দেশেই সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন যুবসমাজ। এদেশের বিরোধী শিবির অনয়াসেই বুঝে গিয়েছে প্রতিবাদ করার ক্ষমতা এখন রয়েছে যুব সমাজের হাতেই। সেই কারণেই সম্প্রতি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিভিন্ন পোস্টে উঠে আসছে জেন-জি শব্দ। দুর্নীতির বিরুদ্ধে জেন-জি-দের প্রতিবাদ করার দাবি জানাচ্ছেন তিনি। যদিও এই পোস্টগুলিতে নেপাল বা বাংলাদেশ প্রসঙ্গ সরাসরিভাবে উল্লেখ করছেন না তিনি।
কটাক্ষের সুর গিরিরাজের গলায়
এদিকে তাঁর এই পোস্ট নিয়ে কটাক্ষ করা শুরু করে দিয়েছে বিজেপি শিবির। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh) বলেন, “রাহুল গান্ধীর গলায় এখন শুধু জেন-জি নিয়ে কথা। ৬০ বছরের হতে চললেন তিনি, এই রাহুল গান্ধী নাকি এখনও জেন-জি রয়েছেন। এখনই তাঁর বয়স ৫৫, বিহার সরকারের প্রকল্প অনুযায়ী ৫৭ বছর হলেই উনি পেনশন পাওয়ার যোগ্য। এখন যদি ওনার নাম বিহারের ভোটার লিস্টে যুক্ত হত, তাহলে অবশ্যই কয়েকবছর বাদে পেনশন নিতেন। জিমে গেলেই কেউ জেন-জি হয়ে যাবেন না”।
দেখুন গিরিরাজ সিংয়ের মন্তব্য
Patna, Bihar: Addressing the NDA Workers’ Meet, Union Minister Giriraj Singh says, "...People are saying Rahul Gandhi is 'Gen Z.' But he is already 57 years old. In Bihar, if his name is added to the voter list, then after 60, he will receive a pension, just like anywhere else in… pic.twitter.com/i8DdrlM3Uo
— IANS (@ians_india) September 21, 2025
বিহারে বিধানসভা নির্বাচন
প্রসঙ্গত, আগামী কয়েকমাসের মধ্যেই বিহারে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন রাহুল গান্ধী, তেজস্বী যাদবেরা। যেভাবে ভোট চুরি, এসআইআর বা দুর্নীতি নিয়ে সরকার বিরোধী প্রচার চালিয়ে যাচ্ছেন তাঁরা, তাতে এবারের নির্বাচনে জয় নিয়ে যথেষ্ট আশাবাদী ইন্ডিয়া জোট।