সামনেই লোকসভা নির্বাচন। তার আগে জোরকদমে প্রচারে নেমেছে কংগ্রেস (Congress) শিবির। একদিকে ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। অন্যদিকে শোনা যাত্রা এই কর্মসূচি শেষ হলেই রামযাত্রা (Ram Yatra) কর্মসূচি শুরু করবে কংগ্রেস। সূত্রের খবর, অযোধ্যা সফরের মাধ্যমে রামলালার মন্দির দর্শন করবে কংগ্রেস নেতৃত্ব। আর এই কর্মসূচি প্রকাশ্যে আসতেই আসরে নেমেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh) এই কর্মসূচিকে কটাক্ষ করে বলেছেন কংগ্রেসের সদবুদ্ধি এসেছে।
তিনি বলেছেন, কাল যাঁরা রামকে কাল্পনিক বলে উপহাস করেছেন, তাঁরাই আজ রামযাত্রা করছেন। মোদি আছে বলেই এটা সম্ভব হয়েছে। কংগ্রেস এই কর্মসূচি করছে এর থেকে ভালো খবর আর কিছু হতে পারে না। এই কর্মসূচিকে সনাতনি হিন্দুদের জয় বলেও মন্তব্য করেছেন গিরিরাজ সিং।
VIDEO | Here’s what Union Minister Giriraj Singh (@girirajsinghbjp) said about Congress.
"Congress is now taking out a ‘Ram Yatra' and they will visit Ayodhya. It would have been good, if they would have got this realisation at the time when we sent the invitations (for Ram… pic.twitter.com/r5hNoF4S7u
— Press Trust of India (@PTI_News) February 24, 2024
প্রসঙ্গত, গতমাসেই অযোধ্যায় রামমন্দির উদ্বোধন হয়েছিল। উদ্বোধন করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানে কংগ্রেস নেতৃত্বকেও আমন্ত্রণ জানিয়েছিল মন্দির কর্তৃপক্ষ। কিন্তু সেই সময় আসেনি তাঁরা। কিন্তু এবার কংগ্রেসের পক্ষ থেকে রামযাত্রা কর্মসূচি প্রকাশ্যে আসার পরেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে