চলতি বছরেই বিহারে (Bihar) বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকা নিবিড়ভাবে সংশোধন করেছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে ৬৫ লক্ষ ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। যদিও কাদের নাম কেন বাদ গিয়েছে, এই বিষয়টি এখনও স্পষ্ট করেনি কমিশন। অন্যদিকে আগামীদিনে বাংলা সহ দেশের সমস্ত রাজ্যেই এসআইআর শুরু করতে চায় নির্বাচন কমিশন। এই নিয়ে ইন্ডিয়া জোট ইতিমধ্যেই বিরোধীতা শুরু করে দিয়েছে। ভুয়ো ভোটার ইস্যুতে পাল্টা কমিশন ও কেন্দ্র সরকারের ওপর চাপ সৃষ্টি করছে বিরোধীরা। বিহারে কংগ্রেসের নেতৃত্বে শুরু হতে চলেছে ভোট অধিকার যাত্রা।

ভোট অধিকার যাত্রা নিয়ে কটাক্। গিরিরাজের

এই নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ শুরু করে দিয়েছে রাজ্যের শাসক শিবির। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং (Giriraj Singh) বলেন, “এটাভোট অধিকারের জন্য যাত্রা নয়। বরং অনুপ্রবেশকারী বাংলাদেশি. রোহিঙ্গারা যাতে ভোট দিতে পারে, সেই অধিকার ফিরিয়ে নেওয়ার জন্যই এই যাত্রা। প্রধানমন্ত্রী মোদী বলেই দিয়েছে, আগামীদিনে দেশের জনসংখ্যার পরিবর্তন হবে। আর লেই পরিকল্পনার বাধা দিচ্ছে কংগ্রেস। জনগণ এবার মক্ষোম জবাব দেবে”।

দেখুন মন্তব্য

সিন্ধু জলচুক্তি বাতিল নিয়ে মন্তব্য গিরিরাজের

অন্যদিকে সিন্ধু জলচুক্তি বাতিল নিয়ে পাকিস্তানকে প্রধানমন্ত্রী মোদী কড়া বার্তা দিয়েছেন। এদিন সেই প্রসঙ্গেও গিরিরাজ কংগ্রেসকে আক্রমণ করে বলেন, “আমাদের সরকার নকল গান্ধীদের সরকার নয়। আমাদের প্রধানমন্ত্রী যা বলার বুক চওড়া করে বলেন। উনি বলেছেন রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না। আমাদের প্রধানমন্ত্রীর এই রকম বলার সাহস আছে। কংগ্রেসের এরকম সাহস কোনওদিনও আসেনি”।