ছত্তিশগড়ের পর এবার মহারাষ্ট্র। গড়চিরোলির (Gadchiroli) জঙ্গলে খতম চার মাওবাদী নেতা। যার মধ্যে একজন ছিলেন দালাম কমান্ডার। স্থানীয় পুলিশের অভিযানে মেলে এই সাফল্য। মৃতদের থেকে উদ্ধার বিপুল পরিমাণের অস্ত্র ও নথিপত্র। যদিও মৃতদের নাম পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি। গত ৩৬ ঘন্টা ধরে অভিযান চালিয়ে অবশেষে ছত্তিশগড়-মহারাষ্ট্র সীমান্তে খতম হয় নকশাল নেতারা। যদিও এদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন। যাঁরা ঘটনাস্থল থেকে পালিয়েছে বলে জানা যাচ্ছে। সেই কারণে এখনও অভিযান চালাচ্ছে বাহিনীর সদস্যরা।

খতম মাও নেতারা

জানা যাচ্ছে, গোপনসূত্রে খবর পেয়ে গত বুধবার থেকে তল্লাশি অভিযান শুরু করে গড়চিরোলি পুলিশের বিশেষ বাহিনী। তারপরই গভীর জঙ্গলে তাঁদের ওপর হামলা চালায় মাওবাদীরা। পাল্টা গুলি চালায় পুলিশ। প্রবল গোলাগুলির মধ্যে অবশেষে সীমান্ত এলাকায় চার মাওবাদীকে খতম করে পুলিশ। যদিও পুলিশ বাহিনীর তরফে কেউ হতাহত হয়নি বলেই খবর।

উদ্ধার অস্ত্র্

পুলিশসূত্রে খবর, মাওবাদীদের মাথার দাম ছিল কমপক্ষে ১৪ লক্ষ টাকা। সকলেই একাধিক অপরাধের সঙ্গে যুক্ত। মৃতদের থেকে উদ্ধার হয়েছে চারটি বন্দুক, কার্তুজ সহ একাধিক সরঞ্জাম। অন্যদিকে এখনও অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ বাহিনী।