বিগত কয়েকবছরে এদেশে একাধিক ভিনদেশী অনুপ্রবেশকারীদের ধরপাকড় করছিল বিভিন্ন রাজ্যের পুলিশ প্রশাসন। দিল্লি, মুম্বই, গুজরাট, বিহার, অসম, ত্রিপুরাতে এই অভিযানে আটক হয়েছে একাধিক বাংলাদেশি। এই অভিযানের মধ্যেই গত বছর ২৪ ডিসেম্বর মহারাষ্ট্রের (Maharashtra) ধুলে থানা এলাকায় ৪ বাংলাদেশিকে আটক করেছিল পুলিশ। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার ধৃত চারজনকে বাংলাদেশি হিসেবে প্রমাণ করল মহারাষ্ট্র সরকার। তাঁদের অবৈধ নথিগুলি বাতিল করেছে আদালত। অভিযুক্তদের আগামী ৯ মাস জেলবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ৬ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে তাঁদের।
গত বছর গ্রেফতার করা হয় চারজনকে
জানা যাচ্ছে, চুপিসারে কাঁটাতার পেরিয়ে এদেশে প্রবেশ করেছিল চার বাংলাদেশি নাগরিক। এদেশে এসে ব্যবসা করতে চেয়েছিল তাঁরা। কিন্তু তার মধ্যেই ধুলে পুলিশের হাতে পাকড়াও হয় তাঁরা। ধৃতদের থেকে সেই সময়ই উদ্ধার হয়েছিল ভুয়ো নথি। এই মামলার চার্জশিট পেশ করা হয় ১৪ ফেব্রুয়ারি ২০২৫-এ। ধৃতদের নাম মহম্মদ বিলাল শেখ, কবীর মুন্সী, বিউটি বেগম মাতব্বর ও রিপা বেগম মাতব্বর।
মুখ্যমন্ত্রীর অভিযোগ
প্রসঙ্গত, অনুপ্রবেশকারীর নামে এই রাজ্যের মানুষদের ওপর হেনস্থা করা হচ্ছে, এই দাবি নিয়ে ইতিমধ্যেই রাজনীতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। গত বুধবার কলকাতায় এই ইস্যুতে পদযাত্রা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার চালাচ্ছে বিজেপি শাসিত রাজ্যের প্রশাসন। বাংলায় কথা বললেই তাঁদের বাংলাদেশি বলে সাজা দেওয়া হচ্ছে, এমনটাই দাবি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।