Anand Sharma: কেরলের সাংসদ শশী থারুরের (Sashi Tharoor) দলে থাকা নিয়ে জল্পনার মাঝে কংগ্রেসে নয়া অস্বস্তি। ভোটে অনিয়ম, চুরির অভিযোগ তুলে দলের শীর্ষ নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) যখন দেশজুড়ে ঝড় তোলার চেষ্টা করছেন, তখন কংগ্রেসে আবার দলের বড় নেতা অস্বস্তিতে ফেললেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা কংগ্রেসের বিদেশী বিষয়ক বিভাগের (AICC Foreign Affairs Department Chief) চেয়ারম্যানের পদ ছাড়লেন। তবে তিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য হিসাবে কাজ করা চালিয়ে যাবেন বলে আনন্দ শর্মা জানিয়েছেন। প্রায় চার দশক ধরে কংগ্রেস আন্তর্জাতিক বিষয়ক নেতা হিসাবে কাজ করেছেন হিমাচল প্রদেশের এই প্রভাবশালী নেতা। কংগ্রেসের ভিতর গান্ধী পরিবার বিরোধী, G-23 গোষ্ঠীর নেতা হিসাবে চিহ্নিত আছেন আনন্দ শর্মা।
কংগ্রেসে গান্ধী পরিবার বিরোধী নেতা হিসাবে ধরা হয় আনন্দ শর্মাকে
তিনি রাহুল গান্ধীর জাতিগত রাজনীতির বিরোধিতা করেছিলেন। এরপর থেকেই আনন্দ শর্মা কংগ্রেসে কোণঠাসা হয়ে পড়েন। মনমোহন সিং মন্ত্রিসভায় তিনি গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। গত লোকসভা নির্বাচনে তাঁর নিজের ঘরে হিমাচলের কাংরা কেন্দ্রে দাঁড়িয়ে রেকর্ড ভোটে হারেন বিজেপির রাজীব ভরদ্বাজের কাছে।
কংগ্রেসে বড় পদ ছাড়লেন আনন্দ শর্মা
Anand Sharma resigns as chairman of Congress's foreign affairs departmenthttps://t.co/jfnCOoVmZU
— Economic Times (@EconomicTimes) August 10, 2025
শশী থারুর ক্রমশ দল বিরোধী সুর চড়াচ্ছেন
কংগ্রেস ছাড়া বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল, জম্মু-কাশ্মীরের গুলাম নবি আজাদ, এখনও কংগ্রেস থাকা শশী থারুর, বিদ্রোহী মণীশ তিওয়ারির মত আনন্দ শর্মাও দলে কোণঠাসা হয়ে পড়ছেন বলে মনে করা হয়।