Champai Soren (Photo Credits: X)

রাঁচি, ১৭ অগাস্ট: জোর জল্পনা, ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের (Jharkhand Assembly Elections 2024) আগে বিজেপিতে যোগ দিচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেএমএম নেতা চম্পাই সোরেন (Champai Soren)। হেমন্ত সোরেন (Hemant Soren) জেলে যাওয়ার পর ঝাড়খণ্ডের বাঘ নামে পরিচিত চম্পাই সোরেন রাজ্যের মুখ্যমন্ত্রী হন। এরপর হেমন্ত জেল থেকে ছাড়া পেলে ফের মুখ্যমন্ত্রী হন। আর পদত্যাগ করেন চম্পাই সোরেন।

গতকাল, শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছিল একটা পোস্ট। যেখানে দাবি করা হয় রাজ্যের ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ছেড়ে চম্পাই সোরেন বিজেপিতে যাচ্ছেন। কিন্তু এদিন তিনি সাফ জানালেন, " জানি না এমন গুজব কোথা থেকে ছড়াচ্ছে। আমি জানি না আমায় নিয়ে খবরে কী দেখানো হচ্ছে, তাই খবরের সত্যি-মিথ্যা নিয়ে কিছু বলতে পারব না। আমি এই বিষয়ে কিছুই জানি না। শুধু এটুকু বলতে পারি, আমি যেখানে আছি, খুশি আছি।"সাতবারের বিধায়ক চম্পাই সোরেন ঝাড়খণ্ডকে পৃথক রাজ্যের করার দাবি আন্দোলনে বড় ভূমিকা নিয়েছিলেন। হেমন্ত সোরেনের মন্ত্রিসভায় চম্পাই পরিবহণ, তফসিলি জাতি-অনগ্রসর শ্রেণীর উন্নয়ন মন্ত্রক সামলান। হেমন্ত সোরেন জেলে যাওয়ার পর চম্পাই রাজ্যের সিংহাসনে বসেন। ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে বৈঠকেও তিনি বসেন।

দেখুন খবরটি

৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় ভোট হতে পারে নভেম্বরে। এবার ঝাড়খণ্ডে ক্ষমতা হারাতে পারে জেএমএম-কংগ্রেস জোট। অন্তত নির্বাচনী বিশেষজ্ঞদের এমনই অনুমান। তবে লড়াই হাড্ডাহাড্ডি। ভোট প্রচারে শিবু সোরেনকে নিয়ে আবেগ তুঙ্গে উঠলে হাওয়া ঘুরতে পারে।