আগামী পয়লা অক্টোবর এক দফায় হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে বলে ঘোষণা করেছে কমিশন। কিন্তু সেই সময় ছুটির আবহ থাকবে এমন যুক্তিতে সেখানকার ভোট পিছিয়ে দেওয়ার দাবিতে কমিশনের দ্বারস্থ হল বিজেপি। ভোটদানের হার কম হওয়ার আশঙ্কাতে হরিয়ানায় ভোট পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়েছে বলে জানাল রাজ্য ও কেন্দ্রের শাসক দল। বিজেপির দাবি, ১ অক্টোবর মঙ্গলবার, ভোটের পর দিন ২ ও ৩ অক্টোবর, যথাক্রমে গান্ধী জয়ন্তী ও আগ্রাসেন জয়ন্তী হিসেবে রাজ্যে ছুটি থাকবে। ভোটের দু দিন আগে শনি ও রবিবার।
ফলে অনেকেই টানা ছুটি নিয়ে ভোট দেবেন না। এতে ভোটের ফল প্রভাবিত হতে পারে। লোকসভা ভোটে বড় ধাক্কা খেয়ে হরিয়ানায় বিজেপি যে কোণঠাসা তা বলার অপেক্ষা রাখে না। আর হরিয়ানায় বিজেপির ভোট পিছিয়ে দেওয়ার আবেদনকে হার মেনে নেওয়ার সামিল বলে কটাক্ষ করল কংগ্রেস।
দেখুন এই নিয়ে কী বলছেন কংগ্রেসে নেতা ভূপেন্দ্র হুডা
#WATCH | On Haryana BJP's letter to the Election Commission to postpone the elections, former Haryana CM and Congress leader says, "Elections have been declared and it has been more than a week since it was declared. This means that they want to postpone the… pic.twitter.com/idvHGqgQaG
— ANI (@ANI) August 24, 2024
হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যে কংগ্রেসের শীর্ষ নেতা ভূপেন্দ্র সিং হুডা বললেন, " এক সপ্তাহ হল নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। এখন আচমকা ওরা ওসব দাবি করছে। আসলে ওরা হার স্বীকার করছে। আমরা কমিশনের কাছে দাবি করছি নির্বাচন যেন নির্ধারিত ঘোষিত দিনেই হয়। এই সরকারকে মানুষ একদিনও ক্ষমতায় দেখতে চাইছে না। তাই ভোট পিছিয়ে দেওয়া মানে জনগণের দাবির বিরুদ্ধে যাওয়া। ভোট সেই দিনেই হোক।"