মুম্বই, ২৮ অক্টোবর: লোকসভার পর বিধানসভা ভোটে (Maharashtra Assembly Elections 2024)-ও মুম্বইয়ের প্রভাবশালী নেতা গোপাল শেঠি (Gopal Shetty)-কে টিকিট দিল না বিজেপি (BJP)। এই গোপাল শেঠিই একটা সময় মুম্বইয়ে এই অঞ্চলে বিজেপির অন্যতম বড় নেতা ছিলেন। মুম্বই নর্থ লোকসভা থেকে ২০১৪ ও ২০১৯ ভোটে জিতে বিজেপির সাংসদ ছিলেন গোপাল শেঠি। তার আগে ছিলেন বিধায়ক। গোপাল শেঠির গড় হিসেবে পরিচিত বোরিভালি বিধানসভায় এবার সঞ্জয় উপাধ্য়ায় (Sanjay Upadhyay )-কে প্রার্থী করেছে বিজেপি। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে বোরিভালি থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন গোপাল শেঠি।
২০০৪ সাল থেকে দশ বছর বোরিভালির বিজেপি বিধায়ক ছিলেন গোপাল। তিনি সাংসদ হলে বিজেপির বিনোদ তাওড়ে ও সুনীল রানে এই আসন থেকে জেতেন। ১৯৯০ থেকে বোরভালি বিধানসভায় জিতে আসছে বিজেপি। তার আগে এখানে জিতত জনতা পার্টি। সব মিলিয়ে বোরিভালি-কে বিজেপি গড় বলা যায়।
২০২৪ লোকসভা নির্বাচনে উত্তর মুম্বই আসনে গোপাল শেঠিকে টিকিট না দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল-কে প্রার্থী করে বিজেপি। টিকিট না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন গোপাল শেঠি। পরে দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে প্রতিবাদ থেকে সরে আসেন তিনি। গোপালকে সরিয়ে পীযুষ গোয়েলকে দাঁড় করিয়ে বিজেপি জেতে ৩ লক্ষ ৬২ হাজার ভোটে।