Close
Search

Mukhtar Ansari Gets Bail: প্রায় ১৭ বছর জেলে, অবশেষে জামিন পেলেন উত্তরপ্রদেশের ৫ বারের বিধায়ক মুখতার আনসারি

প্রায় ১৭ বছর জেলে বন্দী থাকার পর জামিনে মুক্তি পাচ্ছেন মাফিয়া ডন এবং উত্তরপ্রদেশের ৫ বারের বিধায়ক মুখতার আনসারি (Mukhtar Ansari)। এক লাখ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত। মুখতার আনসারিকে ২০০৫ সালে বিজেপি বিধায়ক কৃষ্ণানন্দ রাইয়ের (Krishnanand Rai) হত্যা মামলায় গ্রেফতার করা হয়। তখন থেকেই তিনি জেলে রয়েছেন।

দেশ Sanjoy Patra|
Mukhtar Ansari Gets Bail: প্রায় ১৭ বছর জেলে, অবশেষে জামিন পেলেন উত্তরপ্রদেশের ৫ বারের বিধায়ক মুখতার আনসারি
MLA Mukhtar Ansari (Photo: IANS)
ব্যক্তিগত বন্ডে তাঁকে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত। মুখতার আনসারিকে ২০০৫ সালে বিজেপি বিধায়ক কৃষ্ণানন্দ রাইয়ের (Krishnanand Rai) হত্যা মামলায় গ্রেফতার করা হয়। তখন থেকেই তিনি জেলে রয়েছেন।
দেশ Sanjoy Patra|
Mukhtar Ansari Gets Bail: প্রায় ১৭ বছর জেলে, অবশেষে জামিন পেলেন উত্তরপ্রদেশের ৫ বারের বিধায়ক মুখতার আনসারি
MLA Mukhtar Ansari (Photo: IANS)

বারাণসী, ১৬ ফেব্রুয়ারি: প্রায় ১৭ বছর জেলে বন্দী থাকার পর জামিনে মুক্তি পাচ্ছেন মাফিয়া ডন এবং উত্তরপ্রদেশের ৫ বারের বিধায়ক মুখতার আনসারি (Mukhtar Ansari)। এক লাখ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত। মুখতার আনসারিকে ২০০৫ সালে বিজেপি বিধায়ক কৃষ্ণানন্দ রাইয়ের (Krishnanand Rai) হত্যা মামলায় গ্রেফতার করা হয়। তখন থেকেই তিনি জেলে রয়েছেন।

বাবার মুক্তি পেতে দেরি হওয়াতে এবার বিধানসভা নির্বাচনে লড়ছেন মুখতারের ছেলে আব্বাস আনসারি (Abbas Ansari)। মউ আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯৯৬ সাল থেকে মউ সদর আসনে পাঁচবার বিধায়ক হয়েছেন মুখতার আনসারি। আরও পড়ুন: Sandhya Mukhopadhyay: অন্তিম যাত্রায় সন্ধ্যা মুখোপাধ্যায়, কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য

২০১৭ সালে তিনি বিএসপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু এবার তাঁর ছেলে আব্বাস সমাজবাদী পার্টির সহযোগী দল সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির প্রার্থী হয়েছেন।

শহর পেট্রল ডিজেল
View all
Currency Price Change