Photo Credits: ANI Twitter

অমরাবতী: পুরনো একটি বাড়ি ভেঙে (building collapsed) মৃত্যু হল কমপক্ষে পাঁচজনের। জখম হয়েছেন আরও ২ জন। রবিবার বিকেলে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) অমরাবতীর (Amravati) প্রভাত সিনেমাহল (Prabhat Cinema) এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজদীপ বাগ হাউস নামে ভেঙে পড়া ওই বাড়িটি ৮০ বছরের পুরনো। বিভিন্ন জায়গায় ভাঙ্গনও ধরেছিল। তাই প্রশাসনের পক্ষ থেকে বাড়িটিকে বিপদজনক ঘোষণা করে ওই বাড়ির বাসিন্দাদের অন্যত্র উঠে যাওয়ার অনুরোধ করেছে অনেকবার। কিন্তু, বাসিন্দারা তা শোনেননি বলেই অভিযোগ। রবিবার বিকেলে আচমকা বাড়িটি ভেঙে পড়ে এর ফলে এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। জখম হয়েছেন ২ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা গিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়েই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী (Deputy Chief Minister) দেবেন্দ্র ফড়েনবিশ (Devendra Fadnavis) টুইট করে এই বিষয়ে শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারপিছু পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ মহারাষ্ট্রের একনাথ শিন্ডের (Eknath Shinde) নেতৃত্বাধীন সরকার দেবে বলে ঘোষণা করার পাশাপাশি অমরাবতীর ডিভিশনাল কমিশনারকে সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। পরিস্থিতি খতিয়ে দেখে বিষয়টির তদন্ত করতে বলেছেন।