Mumbai Rains: গত সোমবার মুম্বইয়ে রেকর্ড বৃষ্টিপাতের পর শহরের বেশীরভাগ অংশই জলের তলায় চলে যায়। বানভাসী মুম্বইয়ের ছবি দেখে আঁতকে ওঠে গোটা দেশ। দেশের বানিজ্য নগরীর রাস্তায় কোথাও অর্ধেক ডুবে থাকতে দেখা যায় কতগুলি গাড়িকে, তো কোথাও দেখা যায় এক গলা জল পেরিয়ে কাজে যাচ্ছেন নিত্যযাত্রীরা। খারাপ আবহাওয়ার কারণে রেল ও বিমান পরিষেবাও ব্যাহত হয়। রেকর্ড বৃষ্টির পর মুম্বইয়ের বেশ কয়েকটি জায়গার ট্রেন লাইন জল দাঁড়িয়ে যায়। পাম্প করে লাইন থেকে কিছুটা জল নামানোর পর চালু হয় রেল পরিষেবা।
কিন্তু আজ, মঙ্গলবারও মুম্বইয়ের কিছু জায়গায় জল দাঁড়িয়ে থাকতে দেখা গেল। মুম্বইয়ের কিছু স্টেশনে জলের তলায় থাকা ট্রেন লাইনে মাছদের ভেসে বেরাতে দেখা গেল। 'মুম্বই মেরি জান'স্লোগান সম্বল করে জল পেরিয়ে কাজে বের হওয়া মুম্বইবাসীদের একটাই আক্ষেপ, আজ ট্রেনে ওঠার আগে বাড়ি থেকে ছিপ আনলে ভাল হত। ট্রেনলাইনকে নদী ভেবে মাছগুলো যেন নিত্যযাত্রীদের হাতছানি দিচ্ছে।
দেখুন ভিডিয়ো
Only possible in Mumbai...
Fish tank on Railway Track
Ha Ha Ha. These are Cat Fish and during Monsoon they come out from the canals and other water bodies. Yes, it's a lovely sight to watch because they seem to be enjoying themselves without realising where they are.😂🤠😅 pic.twitter.com/oxHlSrqPqk
— Suresh Kumar Kurapaty (@kurafatygyan) July 9, 2024
বর্ষার মুম্বইয়ের ট্রেন যেন জাহাজ
Navigating local trains through deep, unseen waters in Mumbai sounds incredibly risky.
Safety should always come first. #Mumbai #MumbaiRains#MumbaiRain #Maharashtra#India #Rain #HeavyRainfall
— Mr. Shaz (@Wh_So_Serious) July 9, 2024