BSF Officer (Photo Credit: Twitter/ANI)

দিল্লি, ১৭ নভেম্বর: আন্তর্জাতিক সীমান্ত থেকে দেশের অভ্যন্তরে ৫০ কিলোমিটার পর্যন্ত এলাকায়  বিএসএফের (BSF) এক্তিয়ারে। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দিতে শুরু করেছে বাংলা, পাঞ্জাব সরকার। মঙ্গলবার কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে (West Bengal) বিধানসভায় প্রস্তাব পাশ হয়। যা নিয়ে বিজেপি এবং তকৃণমূল কংগ্রেসের মধ্যে শুরু হয়ে যায় জোর তরজা। বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে তৃণমূল কংগ্রেস সরকারের তরফে সমালোচনা শুরু হতেই বিষয়টি নিয়ে মুখ খোলেন সংশ্লিষ্ঠ দফতরের এডিজি পদমর্যাদার অফিসার ওয়াই বি খুরানা।

সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে হাজির হয়ে বিএসএফের ওই আধিকারিক বলেন, বাংলা, পাঞ্জাব এবং অসমে (Assam) বিএসএফের এক্তিয়ার বৃদ্ধিতে বিভিন্ন ধরনের খবর প্রকাশ্যে আসছে। বিএসএফের ক্ষমতা বৃদ্ধিতে তাঁদের হাতে আইন চলে যাবে বলে খবরে প্রকাশ পাচ্ছে। যা একেবারেই সত্যি নয়। এর আগেই কাউকে পাকড়াও করে তদন্তের অধিকার বিএসএফের ছিল না, এখনও নেই বলে জানান ওই আধিকারিক।

 

পাশাপাশি তিনি আরও বলেন, সীমান্তে কাউকে পাকড়াও করা হলে, তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের অধিকার আগেও যেমন বিএসএফের ছিল না এখনও নেই।

আরও পড়ুন:  BSF: ''মহিলাদের তল্লাশির নামে শরীর স্পর্শ'', বিএসএফের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের উদয়ণ গুহর

এদিকে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের (TMC) উদয়ণ গুহ অভিযোগ করেন, মহিলারা যখন সীমান্ত পার করতে যান, সেই সময়  তল্লাশি চালানোর নামে বিএসএফ অস্বাভাবিক আচরণ করে। অসংলগ্নভাবে মহিলাদের শরীর স্পর্শ করা হয় বলে অভিযোগ করেন দিনহাটার বিধায়ক উদয়ণ গুহ। তিনি আরও অভিযোগ করেন, এসব করা সত্ত্বেও কোনও বিএসএফ জওয়ানের শাস্তি হয় না কারণ তাঁরা 'ভারত মাতা কী জয়' বলে বসেন সঙ্গে সঙ্গে। বিএসএফের প্রসঙ্গে উদয়ণ গুহর (Udayan Guha) ওই মন্তব্যের পর শোরগোল শুরু হয়ে যায়।  যা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয় বিএসএফের তরফে।