প্রতীকী ছবি (File Image)

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ছত্তরপুরের একটি গ্রামে মর্মান্তিক ঘটনা ঘটল এক পরিবারের সঙ্গে। দেরী গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার এক যুবক ও শিশুর দেহ। ওই বাড়ি থেকেই অসুস্থ অবস্থায় উদ্ধার এক মহিলা ও দম্পতির আরেক ছেলের দেহ। দুজনেই ভর্তি স্থানীয় হাসপাতালে। শনিবার সকালে ঘরের দরজা ভেঙে চারজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই চিকিৎসকরা ২ জনকে মৃত বলে ঘোষণা করে। পরবর্তীকালে পুলিশ তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

মৃত্যুর কারণ স্পষ্ট নয়

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে বিষক্রিয়ার কারণে যুবক ও শিশুর মৃত্যু হয়েছে। মৃত যুবকের বয়স ৩৫ বছর, অপরদিকে শিশুর বয়স মাত্র ২ বছর। যদিও মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। এদিকে অসুস্থ মহিলা পুলিশকে জানিয়েছেন, তাঁরা কোনও বিষ খায়েনি বা তাঁদের খাওয়ানো হয়নি। তবে তাঁদের মৃত্যু কেন হয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

অসুস্থ কিশোরের অবস্থা আশঙ্কাজনক

তদন্তকারী আধিকারিকদের মতে, স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অচৈতন্য অবস্থায় ৪ জনকেই উদ্ধার করা হয়। তারপর হাসপাতালে নিয়ে গেলে ২ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। অসুস্থ এক নাবালকের বয়স ৭ বছর। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। একমাত্র মহিলা কথা বলার মতো পরিস্থিতিতে রয়েছে। তবে পারিবারিক কোনও সমস্যার কারণে তাঁরা আত্মঘাতী হওয়ার চেষ্টা করেনি বলে দাবি অসুস্থ মহিলার।