নয়া দিল্লি, ১৯ মে: আয়েগা তো মোদী হি...বিজেপি (BJP)-র এই প্রচারে সাড়া দিচ্ছে দেশবাসী। রবিবার দেশের ভোটপর্ব মিটতেই বুথফেরত সমীক্ষা (Exit Poll) তে ধরা পড়ল সেই কথাই। দেশের প্রায় সমস্ত বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোলে দেখা গেল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ফের ক্ষমতায় আসছে নরেন্দ্র মোদী সরকার। লোকসভা নির্বাচন ২০১৯-এ (2019 Lok Sabha Elections) ৩০০টি-রও বেশি আসন নিয়ে এনডিএ ক্ষমতায় আসার একটা অনুমান ছিলই, তবে পঞ্চম দফার ভোটের পর এমনও শোনা যাচ্ছিল বিজেপি একা তো নয়ই, NDA-ও হয়তো সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সেক্ষেত্রে হয়তো নরেন্দ্র মোদী (Narendra Modi)-কে সরকার গড়তে গেলে মোদী-মায়াবতীদের ফ্রন্টে থাকা টিআরএস (TRS) -এর মত তৃতীয় ফ্রন্টের দলগুলির দ্বারস্থ হতে পারে। এমনও শোনা যাচ্ছিল কংগ্রেস হয়তো ১২৫টি-রও বেশি আসন পেতে পারে। কিন্তু না, বুথফেরত সমীক্ষা বলছে বিজেপি যদি একাও নাও পারে এনডিএ অনায়াসে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে।
এক নজরে বিভিন্ন চ্যানেলের বুথফেরত সমীক্ষা
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস
বিজেপি+: ৩৩৯-৩৬৮
কংগ্রেস+ ৭৭-১০৮
অন্যান্য: ৬৯-৯৫
এবিপি-নিয়েলসন
বিজেপি+: ২৬৭
কংগ্রেস+ ১২৭
অন্যান্য: ১৪৮
সিএনএন নিউজ ১৮-আইপিএসওএস
বিজেপি+: ৩৩৬
কংগ্রেস+ ৮২
অন্যান্য: ১২৪
টাইমস নাও-সিএনএক্স
বিজেপি+: ৩০৬
কংগ্রেস+ ১৪২
অন্যান্য: ৯৪
নিউজ এক্স-নেতা
বিজেপি+: ২৪২
কংগ্রেস+ ১৪২
অন্যান্য: ৯৪
রিপাবলিক-জন কি বাত
বিজেপি+: ৩০৫
কংগ্রেস+ ১২৪
অন্যান্য: ১১৩
নিউজ২৪-টুডেস চানক্য
বিজেপি+: ৩৫০
কংগ্রেস+ ৯৫
অন্যান্য: ৯৭
বুথফেরত সমীক্ষার ফল অনুযায়ী বিজেপি দারুণ ফল করতে চলেছে পশ্চিমবঙ্গ, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, গুজরাট, মহরাষ্ট্রে। তার মধ্যে রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে ক মাস আগে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের কাছে হেরেছিল বিজেপি। কিন্তু মোদী ঝড়ে ওই তিনটি রাজ্যে বিজেপি গতবারের মত ভাল ফল করতে চলেছে। পশ্চিমবঙ্গে বিজেপি ডবল ডিজিট আসন তো জিতবেই, একটি চ্যানেলে আবার বুথফেরত সমীক্ষায় বলা হয়েছে তৃণমূলের থেকে বেশি আসনে জিতে যেতে পারে বিজেপি। যদিও সব বুথফেরত সমীক্ষাগুলোর গড় করলে দেখা যাচ্ছে বাংলায় তৃণমূল ২৫টি আর বিজেপি ১৫-১৬টি আসন জিততে চলেছে।
উত্তরপ্রদেশে বিজেপি-র আসন কমলেও দিল্লি, গুজরাটে গতবারের মত সব কটা আসনেই বিজেপি জিততে পারে। বামেদের হাল একেবারে খারাপ হচ্ছে। বাংলা, ত্রিপুরাতে তো শূন্য হাতে ফিরতেই হবে, এমনকি কেরালাতেই হাল খুব খারাপ হতে চলেছে সিপিএমের। খারাপ ফলের মাঝে কংগ্রেস তামিলনাড়়ু, কেরালায় বেশ ভাল করতে চলেছে বলে ইঙ্গিত। আবার কর্নাটকে ভরাডুবি হতে পারে জেডিএস-কংগ্রেস জোটের।