তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় প্রাণঘাতী বিস্ফোরণের পর এবার উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরে (Muzaffarnagar) একটি পেপার মিলে ঘটল বিস্ফোরণের ঘটনা। দুর্ঘটনায় ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৪ জন। তাঁদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে মিলের একটি মেশিন যান্ত্রিক গোলোযোগের কারণে দুর্ঘটনাটি ঘটে। আর সেই বিস্ফোরণের জেরেই কারখানার একাংশে আগুন ধরে। উড়ে যায় ছাদ। ঘটনাস্থলে দমকল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিস্ফোরণে মৃত্যু হয় এক অফিসারের
পুলিশসূত্রে খবর, রবিবার সকালে তিগড়ি গ্রামের বীর বালাজি পেপার মিলে দুর্ঘটনাটি ঘটেছে। মূলত রবিবার করে কারখানা বন্ধ থাকলেও, এদিন কিছু কাজ থাকায় কয়েকজন শ্রমিক ও শিফট ইনচার্জ অঙ্কিত শর্মা কারখানায় যায়। তখনই একটি ড্রায়ার মেশিনে যান্ত্রিক গোলোযোগ শুরু হয়। সেটি ঠিক করতে গিয়েই ঘটে দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কারখানার আশেপাশের বাড়িগুলিও কেঁপে উঠেছিল। বিস্ফোরণের জেরে আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন অঙ্কিত শর্মার মৃত্যু হয়।
দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য
মৃত অঙ্কিত পাশের গ্রামের বাসিন্দা। তাঁর দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর ক্ষতিপূরণের দাবিতে মৃতের পরিবারের সদস্য ও গ্রামবাসীরা ক্ষতিপূরণের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। যদিও এই ঘটনা নিয়ে কারখানার মালিকপক্ষের কোনও মন্তব্য করেনি।