হিসেব মিলিয়েই হচ্ছে সব কিছু। সরকারীভাবে মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবীসের (( Devendra Fadnavis) নাম ঘোষণা করতে চলেছে বিজেপি। মহারাষ্ট্র নির্বাচনে ১৩২টি আসনে জিতে শুধু কংগ্রেস, শরদ পাওয়ার, উদ্ধভ ঠাকরদের নয় ধরাশায়ী নয়, একনাথ শিন্ডেকেও গদি ছাড়তে কার্যত বাধ্য করে মারাঠা ভূমের সিংহাসনে বসছেন ৫৪ বছরের নাগপুরের বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীস ( Devendra Fadnavis)। তৃতীয়বার মহারাষ্ট্রের সিংহাসনে বসতে চলেছেন নাগপুরের নেতা দেবেন্দ্র। এমন কথাই জানিয়েছেন মহারাষ্ট্রের এক বিজেপি নেতা। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবিশকেই বেছে নিচ্ছে বিজেপি। আগামী ৫ ডিসেসম্বর, বৃহস্পতিবার মহারাষ্ট্রের ২১তম মুখ্যমন্ত্রী হিসেব শপথ নিতে চলেছেন নাগপুর দক্ষিণ পশ্চিমের বিজেপি বিধায়ক দেবেন্দ্র ফড়নবীস।
২০১৪ থেকে ২০১৯ পাঁচ বছর, এরপর ২০১৯ নির্বাচনে ত্রিশঙ্কুর ফলের পর নভেম্বরে পাঁচ দিনের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসেন দেবেন্দ্র। এরপর উদ্ভব ঠাকরের সরকারের বিধানসভায় প্রধান বিরোধী দলনেতা। তারপর শিবসেনার ভাঙনের পর একনাথ শিন্ডের সরকারে উপমুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেন দেবেন্দ্র। আর এবার ফড়নবিসের ডেপুটি হিসেবে থাকবেন একনাথ শিন্ড ও অজিত পাওয়ার।
প্রসঙ্গত, ২৮৯ আসনের মহারাষ্ট্র বিধানসভায় বিজেপির ১৩২, শিবসেনা (একনাথ শিন্ডে)-র ৫৭ ও এনসিপি (অজিত পাওয়ার) ৪১ জন বিধায়ক আছে। সেখানে বিরোধীদের জোট মিলিয়ে মোট ৪৬টি আসন আছে। শিবসেনা (উদ্ধভ ঠাকরে) ২০, কংগ্রেস ১৬ ও এনসিপি (শরদ পাওয়ার) ১০টি আসন আছে। বিজেপির মুখ্যমন্ত্রী প্রার্থীকে সমর্থন জানিয়ে দীর্ঘশ্বাস ফেলে একনাথ শিন্ডে আক্ষেপ করলেন, অজিত পাওয়ারকে আসন না ছাড়তে হলে তার দল শিবসেনা ১০০টি আসনে জিততে পারত। এতে এনডিএ জোটের মধ্যে দ্বন্দ্ব সাফ হল।
গত দু বছর ধরে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ডেপুটি হিসেবে কাজ করেছিলেন দেবেন্দ্র। বুকে অনেক যন্ত্রণা চেপে রেখে শিবসেনা ভেঙে আসা শিন্ডেকেই মুখ্যমন্ত্রী বলতে হয়েছে তাঁকে। শুরুতেই অভিমান করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপও দেগেছিলেন। তখন অমিত শাহ তাঁকে সময়ের জন্য ধৈর্য ধরতে বলেছিলেন। দুই বড় শরীক (একনাথ শিন্ডে ও অজিত পাওয়ার)-দের আসন সংখ্যায় অনেকটা টেক্কা দিয়ে সেই সময়টা এসে গেল দেবেন্দ্র। কিন্তু চুপচাপ সব মেনে নিয়ে নরেন্দ্র মোদী-অমিত শাহজের নির্দেশ মত নি:শব্দে কাজ করার পুরস্কারে গদি ফিরে পেলেন দেবেন্দ্র। ২০১৪ থেকে পাঁচ বছর মুখ্যমন্ত্রী থাকার পর, ২০১৯ বিধানসভা নির্বাচনের পর শিবসেনা বিজেপির জোট ছেড়ে বেরিয়ে যায়। বিজেপির একক সংখ্য়া গরিষ্ঠতা না থাকায় ত্রিশঙ্কু ফলের পর মারাঠা রাজনীতির পাওয়ার 'পলিটিক্সে'এনসিপি ভেঙে বেরিয়ে আসা অজিত পাওয়ারকে সমর্থনে আচমকা সরকার গড়ে মুখ্যমন্ত্রী হন দেবেন্দ্র ফড়নবীস। তবে সেবার পাঁচ দিনেই ভেঙে পড়েছিল বিজেপির সরকার।