নতুন দিল্লি, ১৪ অগাস্ট: দিল্লিতে করোনা সংক্রমণ আতঙ্কের জায়গাতেই থাকল। দেশের সংখ্যা স্বস্তি দিলেও স্বাধীনতা দিবসের আগে দেশের রাজধানী শহরের কোভিড সংক্রমণ নিয়ে চিন্তা বাড়ল। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ২ হাজার ১৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন। কোভিডের কারণে দিল্লিতে গত এক দিনে ৫জন মারা গিয়েছেন। করোনায় গত একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৩২ জন।
দিল্লিতে এখন করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৪৩০ জন। পজেটিভিটি হার ১২.৬৪%। দিল্লিতে স্বাধীনতা দিবসের সমস্ত অনুষ্ঠানে কোভিড বিধি মেনে করার নির্দেশ দেওয়া হয়েছে। আরও পড়ুন-'হর ঘর তিরঙ্গা'-র থিমে গাড়ি সাজিয়ে সুরাত থেকে দিল্লিতে এক যুবক, দেখুন ভিডিও
দেখুন টুইট
#COVID19 | Delhi reports 2,162 new cases, 1,832 recoveries, and 5 deaths in the past 24 hours.
Positivity Rate at 12.64%
Active cases at 8,430 pic.twitter.com/1q0vcrAW2J
— ANI (@ANI) August 14, 2022
গত কয়েকটা সপ্তাহে দেশে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখি হওয়ার পর এবার স্বস্তি আসতে শুরু করেছে। দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজারে নেমে এল। ক দিন আগেই যা ২০ হাজারের গণ্ডি ছাপিয়ে গিয়েছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় ১৪ হাজার ৯২ জন আক্রান্ত হয়েছেন। শনিবারের দেওয়া তথ্যে বলা হয়েছিল, ভারতে দৈনিক আক্রান্ত ছিল ১৫ হাজার ৮৫১ জন। মানে একদিনের মধ্যে দেশে দৈনিক আক্রান্ত কমল ১ হাজার ৭৫৯।
দেশে এখন সক্রিয় কোভিড আক্রান্ত কমে হয়েছে ১ লক্ষ ১৬ হাজার ৮৬১ জন। করোনায় সুস্থতার হার ৯৮.৫৪%। দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমতে থাকলেও রাজধানী দিল্লিতে কিন্তু এখনও দৈনিক সংক্রমণ ২ হাজারের ওপরে আছে। দিল্লির করোনা চিন্তায় রাখছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।