Delhi Metro: নজির গড়ে একদিনে ৬৮ লক্ষাধিক যাত্রী দিল্লি মেট্রোয়, কলকাতায় সেখানে কত
দেশের রাজধানী শহর দিল্লির লাইফলাইন হল মেট্রো। যানজটহীন, দ্রুত, আরামদায়ক, অল্প খরচের যাত্রার বিষয়ে দিল্লি মেট্রোর জুড়ি নেই।
দেশের রাজধানী শহর দিল্লির লাইফলাইন হল মেট্রো। যানজটহীন, দ্রুত, আরামদায়ক, অল্প খরচের যাত্রার বিষয়ে দিল্লি মেট্রোর জুড়ি নেই। মোট ৩৯১ কিলোমিটার লাইন জুড়ে দিল্লি শহরকে ঘিরে রেখেছে Delhi Metro Rail Corporation-এর মেট্রো। দিল্লির যেখানেই যান হাত বাড়ালেই মেট্রো হাজির। সেই দিল্লি মেট্রোয় যাত্রী সংখ্যায় নয়া নজির গড়ল। গতকাল, সোমবার দিল্লি মেট্রোয় মোট ৬৮ লক্ষ ১৬ হাজার যাত্রী সফর করলেন। এর আগে একদিনে দিল্লি মেট্রোয় এত যাত্রী সফর করেননি। সেখানে কলকাতা মেট্রোয় গত বছর পুজোয় একদিনে ৭ লক্ষ যাত্রী সফর করে নজির গড়েছিল।
DMRC-র পক্ষ থেকে জানা গিয়েছে সোমবার রেকর্ড গড়া দিনে রাজীব চক, কাশ্মীরি গেট, চাঁদনি চক-এর মত মেট্রো স্টেশনে যাত্রীর ভিড় সবচেয়ে বেশী হয়েছে। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে সব দিল্লিবাসী যেন মেট্রোয় চড়ে বসল।
মুম্বইয়ের মত দিল্লিতে একেবারেই জনপ্রিয় নয় লোকাল ট্রেন। আবার কলকাতার মত নিত্যযাত্রীরা বাসের অপেক্ষায় থাকেন না। দিল্লিবাসী মানেই মেট্রো সফর। আরও পড়ুন- যত কাণ্ড দিল্লি মেট্রোয়, চলন্ত মেট্রোয় এবার তরুণীর নাচ
দেখুন টুইট
প্রসঙ্গত, দিল্লি মেট্রোয় গড়ে ২৫ লক্ষ যাত্রী সফর করেন। সেখানে এবার দিল্লি মেট্রোয় যেন জোয়ার শুরু হয়েছে। ২০০৮ সালে দিল্লিতে মেট্রো রেল পরিষেবা চালু হয়। সেখানে কলকাতায় এর থেকে অন্তত ২৪ বছর আগে মেট্রো পরিষেবা শুরু হয়।
কিন্তু একের পর এক লাইনে যত দ্রুত ছড়িয়ে দিল্লিকে জড়িয়ে ধরেছে সেখানকার মেট্রো, কলকাতা সেখানে দমদম থেকে টালিগঞ্জের মধ্যেই দীর্ঘদিন আটকে ছিল। এর মধ্যে দিল্লিতে প্রথম দফায় রেড লাইনের পর চালু হয়েছে ইয়েলো লাইন (২০০৯ সাল), ব্লু লাইন (২০১৯), গ্রিন লাইন (২০১৮), ভায়োলেট লাইন (২০১৭) ও এয়ারপোর্ট এক্সপ্রেস (২০১৮) লাইন। এরপর দ্বিতীয় দফায় দিল্লি মেট্রোয় চলছে পিঙ্ক লাইন, ম্য়াজেনটা লাইন ও গ্রে লাইন।