Delhi: দিল্লিতে উঠছে লকডাউন, ৫০% কর্মী নিয়ে খুলছে অফিস, চলবে মেট্রোও
দিল্লি, ৫ জুন: দেশে করোনা সংক্রমণ (Corona) ক্রমশ নিম্নমুখী। দেশ জুড়ে সংক্রমণের মাত্রা যখন কমছে, সেই সময় ধীরে ধীরে লকডাউন ওঠানোর পরিকল্পনা করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
শনিবার এক সাংবাদিক সম্মেলনে রাজধানী শহর থেকে কীভাবে ধীরে লকডাউন ওঠানো যায়, সেই উপায় বাতলে দিলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal )। তিনি বলেন, লকডাউন (Lockdown) ধীর গতিতে ওঠানো হবে। লকডাউন ওঠানোর প্রথম পর্বে চালানো হবে মেট্রোও। ৫০ শতাংশ ক্ষমতা নিয়ে প্রথম পর্যায়ে মেট্রো চালানো হবে। দোকান, বাজারও খোলা হবে ক্রমশ। তবে দূষণ যাতে না ছড়ায়, সেই অনুযায়ী সমস্ত ব্যবস্থা করে দিল্লিতে ওঠানো হবে লকডাউন।
দোকান, বাজার, মেট্রোর মতো বেসরকারি কোম্পানিগুলিতেও খোলার অনুমতি দেওয়া হবে। তবে ৫০ শতাংশ কর্মী নিয়ে চালাতে হবে কাজ। শুধু তাি নয়, সরকারের বেধে দেওয়া সময় মেনেই বেসরকারি কোম্পানিগুলিকে কাজ চালাতে হবে বলেও জানান দিল্লির মুখ্যমন্ত্রী। পরিস্থিতি ভাল হতে শুরু করলে, সময় সুযোগ বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান অরবিন্দ কেজরিওয়াল।
করোনার দ্বিতীয় ঢেউয়ের(Corona Second Wave) জেরে কার্যত তছনছ হয়ে যায় গোটা দিল্লি। একের পর এক মৃত্যুর জেরে দিল্লির শ্মশানগুলিও ভরে যেতে শুরু করে। যে খবর উঠে আসে অন্তার্জাতিক সংবাদমাধ্যমেও। ফলে গত ১৯ এপ্রিল থেকে গোটা দিল্লি জুড়ে লকডাউন ঘোষণা করা হয়। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে প্রথমে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেন কেজরিওয়াল। ফলে এক সপ্তাহের লকডাউনে কোনও পরিযায়ী শ্রমিক যাতে দিল্লি না ছাড়েন, সেই আবেদনও করেন তিনি। প্রথমে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হলেও, পরে তা ক্রমশ বাড়তে শুরু করে গোটা দিল্লি জুড়ে।