দেশের সব প্রান্তের সর্বস্তরের মানুষ কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণ কাণ্ড (Kolkata Doctor Death)-এর প্রতিবাদে নেমেছেন। ডাক্তার থেকে ফুটবলপ্রেমী, ছাত্র-ছাত্রী থেকে আইনজীবী-সবাই আরজি কর কাণ্ডে পথ নেমেছেন। এবার আরজি কর কাণ্ডের নিন্দায় বিবৃতি দিল দিল্লি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন। বিনা খরচে তিলোত্তমা/অভয়া-র পরিবারকে আইনি সহায়তা দেওয়ার কথা ঘোষণা করল DHCBA।
বিবৃতিতে দিল্লি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লেখা হয়েছে, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কেন্দ্র এবং সরকার যেন নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করে এবং দোষীদের কঠোর ব্যবস্থা করা হয়। পাশাপাশি তিলোত্তমা (অভয়া)-র পরিবারের সুবিচারের লড়াইয়ে বিনা খরচে আইনি সহায়তা দেওয়ারকথা ঘোষণা করেছে DHCBA।
দেখুন দিল্লি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশেনর বার্তা
The . Delhi High Court Bar Association (DHCBA) has condemned the rape and murder of a postgraduate trainee doctor at RG Kar Medical College and Hospital in Kolkata.
In an emergent meeting, the Executive Committee of DHCBA unanimously called for stringent action against the… pic.twitter.com/QkDa8RC8w2
— ANI (@ANI) August 20, 2024
তিলোত্তমা (অভয়া)-কে সম্মান ও তার পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে সাদা রিবন পরবেন দিল্লি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সদস্যরা।