দিল্লিতে গত কয়েকদিন ধরে ক্রমশ বেড়েই চলেছে করোনা সংক্রমণ। এই নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (CM Arvind Kejriwal)। তবে এই কারণে আতঙ্কিত না হতে বললেন কেজরি। দিল্লির মুখ্যমন্ত্রী বললেন, রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে ঠিকই, তবে তার জন্য কোভিড নিয়ে স্বাস্থ্য সতর্কতা মানতে হবে, কিন্তু আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। দিল্লিতে দৈনিক করোনা আক্রান্ত এখন জানুয়
কারণ বেশিরভাগ করোনা আক্রান্তেরই মৃদু উপসর্গ আছে আবার অনেকেরই উপসর্গ নেই। করোনার গ্রাফের ঊর্ধ্বমুখী হওয়া আটকাতে যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে বলে কেজরি জানান। আরও পড়ুন-একদা কংগ্রেস ভক্ত আবদুল সাত্তার এখন একনাথ শিন্ডের মন্ত্রিসভায় একমাত্র মুসলিম মন্ত্রী
দেখুন টুইট
COVID19 cases are rising but there is no need to panic. Most cases are with mild symptoms. We will take any action necessary: Delhi CM Arvind Kejriwal pic.twitter.com/9Kzgheuz9Z
— ANI (@ANI) August 9, 2022
গতকালের তুলনায় এক ধাক্কায় প্রায় চার হাজার কমে গেলে দৈনিক করোনা সংক্রমণ (Coronavirus Cases In India)। সোমবার সারাদিনে দেশে নতুন করে আক্রান্ত হলেন ১২ হাজার ৭৫১ জন। একই দিনে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৪১২ জন। অ্যাক্টিভ কেস ১ লাখ ৩১ হাজার ৮০৭।