প্রতীকী ছবি (Photo Credits: Wikimedia Commons)

সাতসকালে জম্মু স্টেশনে (Jammu Station) চলল গুলি। আর সেই গুলিতে আহত এক পুলিশকর্মী। শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে। গুলির আওয়াজে আতঙ্কিত যাত্রীরা স্টেশন থেকে বেরিয়ে পড়েন। পরে জানা যায়, গুলি পুলিশ কনস্টেবলের সার্ভিস রাইফেল থেকেই বেরিয়েছিল। ঘটনাস্থলে রেল পুলিশ এসে আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রের খবর, পুলিশকর্মী পেটে গুলি লেগেছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

অসাবধানতার কারণে ঘটে দুর্ঘটনা

জানা যাচ্ছে, শনিবার সকালে কনস্টেবল শওকত আহমেদ ডিউটি করছিলেন। সেই সময়ই অসাবধানতাবশত রাইফেলের ট্রিগার চিপে গুলি বেরিয়ে যায়। আর সেই গুলি লাগে তাঁরই পেটে। আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তখনই তাঁর সহকর্মীরা এসে উদ্ধার করে স্থানীয় সরকারী হাসপাতালে ভর্তি করেন।

তদন্তে নেমেছে পুলিশ

এদিকে আচমকা গুলির আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। অনেকেই জঙ্গি হামলা ভেবে আতঙ্কিত হন। পরে বিষয়টি জানতে পেরে তাঁরা স্বাভাবিক হয়। তবে কীভাবে গুলি চলল, কেউ তাঁর ওপর হামলার চেষ্টা করেছে নাকি কোনও কারণে আত্মঘাতী হওয়ার চেষ্টা করছিল, সেটা জানার চেষ্টা করছে পুলিশ।