Rahul Gandhi (Photo Credit: Twitter)

বেঙ্গালুরু, ১৩ মে: কর্ণাটকে বড় জয়ের পথে কংগ্রেস। দক্ষিণের এই রাজ্যে ২২৪টি-র মধ্যে কংগ্রেস এগিয়ে ১২৯টি আসনে। যেখানে বিজেপি এগিয়ে ৬৬টি আসনে। কিং মেকার হওয়ার অপেক্ষায় থাকা জেডি (এস) এগিয়ে মাত্র ২২টি আসনে। একটি আসনে কংগ্রেস প্রার্থীকে জয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দক্ষিণ ভারতে একমাত্র কর্ণাটকেই ক্ষমতায় আছে বিজেপি। এবার সেখানেও পদ্ম শিবির হারায়, দক্ষিণ ভারত বিজেপি মুক্ত হওয়ার পথে। কর্ণাটকের জয়কে ক মাস আগে সেখানে ভারত জোড়ো যাত্রায় গিয়ে ঝড় তোলা রাহুল গান্ধীর ম্যাজিককে দিচ্ছে কংগ্রেস।

এবার দেখার মুখ্যমন্ত্রী পদে কংগ্রেস কাকে বেছে নেয়। লড়াইয়ে দু জন- কর্ণাটকে কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। কর্ণাটকে কংগ্রেসের বড় জয়ে ২০২৪ লোকসভা নির্বাচন জমে গেল। কারণ কর্ণাটকে গতবার বিজেপি ২৮টির মধ্যে ২৫টি লোকসভা আসনে জিতেছিল। এবার সেখানে কংগ্রেসের একাধিপত্য।

দেখুন টুইট

অন্যদিকে, কর্ণাটকে হতাশার হারে ধাক্কা খেল নরেন্দ্র মোদী, অমিত শাহর জয়যাত্রা। দক্ষিণ ভারত আরও একবার কালি হাতে ফিরিয়ে দিল বিজেপিকে। কাজে এল না মোদীর রেকর্ড সংখ্যক জনসভা, রোড শো। পশ্চিম বাঙলার পর কর্ণাটকে হারটাই মোদীকে সবচেয়ে হতাশ করবে। কারণ কর্ণাটক দকে রাখতে মোদী সবশক্তি উজাড় করে দেন।