আর মাত্র হাতে গোনা কয়েকটি দিনের অপেক্ষা। আগামী মাসের শুরুতেই বিহারে প্রথম দফার নির্বাচন (Bihar Election 2025)। ইতিমধ্যেই বিভিন্ন বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার শুরু হয়ে গিয়েছে। আর সেই সঙ্গে নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে ততই জোড়ালো হচ্ছে ব্যক্তিগত আক্রমণ। গত বুধবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী একটি জনসভায় ভোটপ্রচারের জন্য ছটপুজোকে ব্যবহার করা হচ্ছে, এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আক্রমণ করেছিলেন রাহুল। বলেছিলেন, ওনাকে যদি বলা হয় ভোটের জন্য নাচতে হবে, তাহলে নাকি উনি মঞ্চে উঠে নেচেও নেবেন। প্রধানমন্ত্রীকে নিয়ে এহেন মন্তব্যের কড়া ভাষায় সমালোচনা করেছে বিজেপি নেতৃত্ব।
আরজেডি-কংগ্রেসকে আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর
এবার এই নিয়ে মন্তব্য করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার মুজাফফরপুরের সভা থেকে তিনি বলেন, এবারের নির্বাচনে আসল খবর আমাকে উদ্দেশ্য করে বলা্ কুরুচিকর মন্তব্য নয়, বরং আরজেডি-কংগ্রেসের মধ্যে ঝগড়াই এখন চর্চার বিষয়। এদের সম্পর্ক তেল ও জলের মতো। এরা একই গ্লাসে থাকবে, কিন্তু এদের মিল কখনই হবে না। দুই দলের নেতাকর্মীরাই একে অপরকে পছন্দ করে না। দুই যুবনেতা শুধু একটা কারণেই এক হয়েছে, সেটা হল ক্ষমতার লোভ। দুই পরিবার আবার ক্ষমতায় এসে রাজ্যবাসীকে লুটতে চাইছে।
ছটপুজো প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদীর মন্তব্য
এদিকে ছটপুজো প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, বিহারবাসীরা দেশবিদেশে গিয়ে নিজেদের নাম উজ্জল করছে। ছঠি মাইয়ার পুজো করছে। আর আরজেডি ও কংগ্রেসের নেতারা এই ছঠি মাইয়ার অপমান করে চলেছে। ভোটপ্রচারের মঞ্চে শেষমেশ ছঠি মাইয়া ও ছট পুজোর অপমান করছে তাঁরা। এই অপমান বিহারবাসী কখনই মেনে নেবে না। তাঁরা এর উত্তর দেবেই।