হোলির দিনে ষষ্ঠ দফায় আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। এই দফায় ৬টি লোকসভা আসনে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করল হাত শিবির। রাজস্থানের চারটি ও তামিলনাড়ুর একটি আসনে কংগ্রেসের হয়ে কারা দাঁড়াবেন তা জানানো হল। এই পাঁচটার মধ্যে সবচেয়ে বড় চমক হল রাজস্থানের কোটা লোকসভা কেন্দ্রে। এখানে গত দু বার বড় ব্যবধানে জিতেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তাঁর বিরুদ্ধে এবার কংগ্রেস প্রার্থী করল বসুন্ধরা রাজে ঘনিষ্ঠ প্রাক্তন বিজেপি নেতা প্রহ্লাদ গুঞ্জলাল-কে। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা-র বিরুদ্ধে তোপ দেগে বিজেপি ছেড়ে ক দিন আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন প্রহ্লাদ গুঞ্জলাল। বিজেপির খাতায় নিশ্চিত জেতা আসনে আমদের থেকে কংগ্রেস প্রার্থী করল রামচন্দ্র চৌধুরী-কে।
এই লোকসভার আটটা বিধানসভার মধ্যে সাতটাই বিজেপির দখলে। বিজেপির আরও একটা কার্যত নিশ্চিত জেতা আসন বিলওয়ারা-য় হাত চিহ্নে লড়বেন দামোদর গুজ্জর। রাজস্থানের উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারির পুরনো কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হচ্ছেন সুদর্শন রাউত। এই কেন্দ্রে বিজেপির জয়ের ব্যবধান গত দুটি লোকসভায় ৪-৫ লক্ষের ওপরে আছে। এই লোকসভার সব বিধানসভাই বিজেপির দখলে।
গতবার ডিএমকে-র জেতা আসন তামিলনাড়ুর তিরুনেলভেলি-তে লডছে কংগ্রেস। সেখানে এবার হাত চিহ্নে লড়বেন আইনীজীবী রবার্ট ব্রুস। বিজেপি এখানে প্রার্থী করেছে প্রাক্তন দাপুটে এআইএডিএমকে নেতা নাইনার নগেনদ্রান। কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ এখানে এআইএডিএমকে-র এম ঝাঁসিরাণি।