BJP MP Rahul Kaswan Quits BJP, Joins Congress (Photo Credits: X)

নতুন দিল্লি, ১২ মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় দেশের ৪৩টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস (Congress)। এবারের তালিকায় অসম, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরখণ্ডের কিছু আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল হাত শিবির। পাশাপাশি কেন্দ্রশাসিত দমন-দিউতেও প্রার্থীর নাম জানিয়ে দিল কংগ্রেস। কংগ্রেসের এবারের তালিকায় তিন রাজ্যের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্রদের নাম থাকল। প্রসঙ্গত, প্রথম দফায় ৩৯টি লোকসভা আসেন প্রার্থীদের নাম ঘোষণা করেছিল কংগ্রেস। তবে এখনও বাংলা থেকে কোনও আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করল না হাত শিবির।

অসমের যোরহাট থেকে লড়বেন সাংসদ গৌরব গগৈ। যিনি অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ-এর পুত্র। গতবার গৌরবের জেতা কেন্দ্র এবার ডিমিলিটেশনের ফলে বাদ পড়ায়, বিজেপি তাঁকে ঝোরহাট থেকে চ্য়ালেঞ্জ জানিয়েছিল। সেখানেই দাঁড়ালেন তিনি। মধ্যপ্রদেশের ছিন্দেওয়াড়া থেকে প্রার্থী সাংসদ নকুলনাথ। যিনি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের ছেলে। গতবারও তিনি এখান থেকে জিতেছিলেন। তিনিই রাজ্যে কংগ্রেসের একমাত্র সাংসদ। মধ্যপ্রদেশে বিধানসভা ভোটে ভরাডুবির পর বাবা কমলনাথকে নিয়ে বিজেপিতে যোগ দিতে গিয়েছিলেন নকুলনাথ। শেষ পর্যন্ত অবশ্য কংগ্রেসে থেকে যান তিনি।

রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলেটের ছেলে বৈভব গেহলট দাঁড়াচ্ছেন ঝালোর থেকে। গত তিনবার এই লোকসভা আসনে বিপুল ভোটে জিতেছিলেন বিজেপি-র দেভজি প্যাটেল। ক দিন আগেই বিজেপি থেকে কংগ্রেসে এসে টিকিট পেলেন সাংসদ রাহুল কাসওয়া। রাহুল দাঁড়াচ্ছেন তাঁর কেন্দ্র চুরু থেকে। মধ্যপ্রদেশের ভান্ডেরের বিধায়ক ফুল সিং বারাইয়া-কে ভিন্ড থেকে লোকসভায় প্রার্থী করা হল।

দেখুন খবরটি

অসমের ১২টি, গুজরাটে ৭টি, মধ্যপ্রদেশও রাজস্থানে ৯টি করে, উত্তরাখণ্ডে তিনটি ও কেন্দ্রশাসিত দমন ও দিউয়ে ১টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস। গতবার এগুলির মধ্যে মাত্র ৫টি-তে জিতেছিল হাত শিবির। এবার একশো পাড় করতে গেলে এই আসনগুলিতে ভাল ফল করতেই হবে কংগ্রেসকে। কংগ্রেসের এইবারের তালিকায় ৪৩ জন প্রার্থীদের মধ্যে ১৩ জন ওবিসি ওবিসি, ১০জন এসসি, ৯জন এসটি ও একজন মুসলিম।

কংগ্রেসের প্রথম দফার প্রার্থী তালিকায় কেরলের ওয়ানাড় থেকে রাহুল গান্ধী-র নাম ছিল।