ভোপাল, ১৬ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে জিততে বড় বেশ কিছু প্রতিশ্রুতির কথা ঘোষণা করল কংগ্রেস। কর্ণাটকের ধাঁচে মধ্যপ্রদেশে নির্বাচনী প্রতিশ্রুতি নানা জনমোহিনী প্রকল্পের ঘোষণা করল হাত শিবির। ভোপালে কংগ্রেস নেতা রণদীপ সিং সূরজেওয়ালা ঘোষণা করলেন," রাজ্যে তারা ক্ষমতায় এলে ভর্তুকি দিয়ে মাত্র ৫০০ টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হবে। পাশাপাশি রাজ্যবাসীকে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পুরোপুরি বিনামূল্যে দেওয়া হবে।"
এখানেই শেষ নয় ৬০ বছর বা তার বেশী বয়সী মহিলাদের সবাইকে মাসে দেড় হাজার টাকা পেনশন দেবে কংগ্রেস। মধ্যপ্রদেশে ক্ষমতায় এলে কৃষিঋণ পুরোপুরি মকুব করে দেওয়ার কথাও বলেছে হাত শিবির। সমাজের পিছিয়ে পড়াদের জন্য ২৭ শতাংশ সংরক্ষণের কথাও বলেছেন সূরজেওয়ালা। চলতি বছর শেষের দিকে বিধানসভা নির্বাচনে জোর দকমে নামার আগে এই ঘোষণা করল কংগ্রেস। মধ্যপ্রদেশে কমলনাথকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরে লড়ছে কংগ্রেস। মধ্যপ্রদেশে ক্ষমতায় ফিরতে ইতিমধ্যেই জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৪৫ আসনেরক মধ্যপ্রদেশ বিধানসভায় এবার লড়াই ৫০:৫০ বলে মনে করা হচ্ছে। তবে দলবদলের রাজনীতিতে বিজেপিকে আপাতত টেক্কা দিয়েছে হাত শিবির। বিজেপি ইতিমধ্যেই প্রথম দফায় ৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আরও পড়ুন-আইসিস কাণ্ডে তামিলনাড়ু ও তেলেঙ্গনায় তল্লাশি এনআইএর
দেখুন ভিডিয়ো
VIDEO | "We (Congress) promise that we will give cylinders at Rs 500, electricity bill till 100 units will be waived off while those till 200 units will be halved. Women will be given a Rs 1500 pension while backwards will be given 27 percent reservation. We will also waive off… pic.twitter.com/YUnsa0EKJG
— Press Trust of India (@PTI_News) September 16, 2023
২০১৮ মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে ১১৪টি আসনে জিতে ক্ষমতায় এসেছিল কংগ্রেস। এর আগে ১৩ বছর মধ্যপ্রদেশের ক্ষমতায় ছিলেন বিজেপি-র শিবরাজ সিং চৌহান। কিন্তু ২০২০ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে কমলনাথের সরকার ভেঙে কেন্দ্রে মন্ত্রী হয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ২০২০ সালে ফের মধ্যপ্রদেশের মখ্যমন্ত্রী হন বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান।