ভোটের আবহে শুক্রবার সকালেই চমক দেয় কংগ্রেস শিবির। রায়বারেলি এবং আমেঠি এই দুই আসনের প্রার্থীতালিকা ঘোষণা করে তাঁরা। এবারে রাহুল গান্ধী (Rahul Gandhi) আমেঠি থেকে প্রার্থী না হলেও রায়বারেলিতে সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) জায়গায় তাঁকে দেখা যাবে। অন্যদিকে আমেঠিতে প্রার্থী হচ্ছে কেএল শর্মা। এই ঘোষণার পরেই আজ মনোনয়ন জমা দিচ্ছেন দুই প্রার্থী।
আগামী ২০ মে উত্তরপ্রদেশের এই দুই আসনে নির্বাচন রয়েছে। আর দুই আসনেই মনোনয়ন চলবে ৩ মে অর্থাৎ আজ পর্যন্ত। তাই প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই রাহুল গান্ধী এবং কেএল শর্মা মনোনয়ন জমা দিতে গেলেন। শুক্রবার ফুরসতগঞ্জ বিমানবন্দরে মা সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা গেল রাহুলকে। কিছুক্ষণ পরেই মনোনয়ন জমা দেবেন তিনি। অন্যদিকে আমেঠিতে মনোনয়ন জমা দিতে চলেছেন কিশোর লাল শর্মা।
#WATCH | Congress MP Rahul Gandhi and Congress Parliamentary Party Chairperson Sonia Gandhi at Fursatganj Airport, Amethi.
Congress MP Rahul Gandhi will file his nomination from Raebareli and party leader KL Sharma from Amethi. #LokSabhaElections2024 pic.twitter.com/FVodBE8LwX
— ANI (@ANI) May 3, 2024
যদিও কংগ্রেসের একাধিক নেতা এবারের নির্বাচনে প্রার্থী হিসেবে প্রিয়াঙ্কা গাান্ধী বঢরাকে চেয়েছিলেন। কিন্তু তিনি ভোটে দাঁড়াতে নারাজ ছিলেন। অন্যদিকে, প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরা এবারের নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন। তাঁকে আবার স্থানীয় কংগ্রেস নেতৃত্বের পছন্দ ছিল না। সেই কারণেই এই দুই আসন রাহুল গান্ধী ও কেএল শর্মার ওপরেই ভরসা রাখল কংগ্রেস নেতৃত্ব।