চণ্ডীগড়, ৪ জুন: আম আদমি পার্টির (AAM Admi Party) কাছে খারাপভাবে হারে ক্ষমতা হাতছাড়া হওয়ার পঞ্জাব (Punjab) কংগ্রেস (Congress) ফের ধাক্কা খাচ্ছে। ক্ষমতা হাতছাড়া হওয়ার হাত ছাড়া হচ্ছেন বহু দাপুটে নেতা। পঞ্জাবে কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি সুনীল জাখর (Sunil Jakhar) আগেই বিজেপি-তে যোগ দিয়েছিলেন। এবার বিজেপিতে যোগ দিচ্ছেন রাজ্যের কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী রাজকুমার ভেরকা।
পাশাপাশি সুরিন্দার শাম আরোরাস গুরপ্রীত সিং কাঙ্গার এবং বলবীর সিধুর মত দাপুটে কংগ্রেস নেতা-বিধায়করা পদ্মশিবিরে যোগ দিচ্ছেন। পঞ্জাবে কংগ্রেসর প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংও নির্বাচনের আগে নিজের দল খুলে বিজেপির সঙ্গে জোট গড়ে ভোটে লড়েছিলেন। ক মাস আগে পঞ্জাব বিধানসভা নির্বাচনে বিজেপি মাত্র ২টি আসনে জিতেছিল। সেখানে রাজ্যের ১১৭টি বিধানসভা নির্বাচনে লড়ে কংগ্রেস পায় মাত্র ১৮টি আসন, ৯২টি-তে জিতে পঞ্জাবে প্রথমবার ক্ষমতায় আসে আম আদমি পার্টি। মুখ্যমন্ত্রী হন ভগবন্ত সিং মান। তবে ২০২৪ লোকসভার আগেও পঞ্জাবে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক সমীকরণ।
দেখুন কংগ্রেস ছেড়ে বিজেপিতে নামা লেখাতে চলা পঞ্জাবের নেতাদের
#WATCH | Chandigarh: Congress leaders Raj Kumar Verka, Sunder Sham Arora, Gurpreet Singh Kangar and Balbir Sidhu seen with BJP leaders Sunil Jakhar and Manjinder Singh Sirsa. They are reportedly joining BJP today. pic.twitter.com/Gtduowg7Y2
— ANI (@ANI) June 4, 2022
শিরোমণি অকালি দলের সঙ্গে জোট ভেঙে যাওয়ার পর পঞ্জাবে একেবারেই দুর্বল বিজেপি এর ফলে শক্তিশালী হবে বলে জানালেন স্থানীয় বিজেপি নেতারা।