দেশজুড়ে এখন অন্যতম আলোচনার বিষয় সংবিধান হত্যা দিবস (Samvidhan Hatya Diwas)। কেন্দ্র সরকারের তরফ থেকে শুক্রবারই ২৫ জুন এই দিবস পালনের জন্য প্রস্তাব রাখা হয়েছে। তারপর থেকেই বিরোধীদের নিশানায় মোদী-শাহরা। অনেকেই এই নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। এমনকী ইন্ডিয়া জোটের শরিক দলগুলিও এর বিরোধীতা করেছে। এই নিয়ে এবার আসরে নামলেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ (Supriya Shrinate)। যিনি এর আগে বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন। এবার তিনি সংবিধান হত্যা দিবস নিয়ে তীব্র প্রতিবাদ করেন।
তাঁর মতে, বিজেপি সরকার সংবিধান হত্যা দিবস নাম দিয়ে তাঁদের জঘন্য মানসিকতার পরিচয় দিয়েছে। সংবিধান নিয়ে যদি কোনও দিবসের কথা ভাবা হত, তাহলে এই নামের বদলে সংবিধান বাঁচাও দিবস বা রক্ষা দিবসের নাম নিতে পারতো। তার বদলে সংবিধান ও হত্যাকে একই জায়গায় নিয়ে এল। এই দেশে এখনও সংবিধানের হত্যা করার মতো কেউ জন্মায়নি। আসলে মোদী-শাহদের সংবিধান বদলের সমস্ত ষড়যন্ত্র বিফলে গিয়েছে। তাই এখন ওঁনারা এরকম করছে।
Watch: Congress leader Supriya Shrinate reacts on the declaration of 'Samvidhan Hatya diwas' on June 25 pic.twitter.com/qYg4u3RC9J
— IANS (@ians_india) July 12, 2024
সুপ্রিয়া আরও বলেন, ওঁনারা কথায় কথায় ৫০ বছরের পুরোনো জরুরি অবস্থার প্রসঙ্গ তোলেন। কতদিন এই নিয়ে কথা বলবেন। এবার তো কর্মসংস্থান, মুদ্রাস্ফীতি, আর্থিক সমস্যা নিয়ে বিজেপির কথা বলা উচিত। নিট, মনিপুর, অগ্নিবীর এইসব ইস্যু নিয়ে কবে কথা বলবে কেন্দ্র সরকার? হত্যা দিবস যদি পালন করতেই হয় তাহলে রোজগার হত্যা দিবস, কৃষক হত্যা দিবস পালন করা উচিত। দেশে তাহলে প্রতিদিন কোনও না কোনও দিবস পালন হবে।