চলতি লোকসভা নির্বাচনে নিজের কেন্দ্রে জিততে পারেননি কর্নাটকের বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর (Rajeev Chandrashekhar)। মোদী ক্যাবিনেট ২.০-তে শেষ তিনবছর জলশক্তি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। তবে মোদী সরকারের তৃতীয় দফায় ক্যাবিনেটে জায়গা করে নিতে পারলেন তিনি। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন এক্স হ্যাণ্ডেলে আক্ষেপ প্রকাশ করেছেন রাজীব। তবে তিনি এও নিশ্চিত করেছেন, ভবিষ্যতে বিজেপির সঙ্গ ত্যাগ করবেন না তিনি। তবে তাঁর এই পোস্ট নিয়ে হালকা মশকরা করলেন কংগ্রেস নেতা শশী থারুর (Shashi Tharoor)।
রাজীব চন্দ্রশেখর এদিন টুইটে লিখেছিলেন, গত ১৮ বছর ধরে কখন রাজ্য বা কখনও কেন্দ্রের দায়িত্বে থেকে জনসেবা করে এসেছি। বিগত ৩ বছরে আমার সৌভাগ্য হয়েছিল যে মোদীর ক্যাবিনেট ২.০-তে মন্ত্রীত্বের দায়িত্ব পেয়ে জনসেবা করার। কিন্তু জনগণে সিদ্ধান্তে এবারে আমি আমায় সরে আসতে হল। যদিও তাঁদের সিদ্ধান্তকে আমি সম্মান জানাচ্ছি। আগামীদিনে আমি প্রচেষ্টা চালিয়ে যাবো ফিরে আসার। যাঁরা আমায় সমর্থন করেছে তাঁদেরকে অসংখ্য ধন্যবাদ।
Congress leader Shashi Tharoor says, "As someone who discussed various issues with you during your stint in government, I have no doubt that there is much more you can contribute to our country through public service. Elective office is only one path (and you are young enough to… pic.twitter.com/t0nxFoCkDL
— ANI (@ANI) June 9, 2024
অন্যদিকে রাজীবের এই টুইটকে রিটুইট করে কংগ্রেস সাংসদ শশী থারুর লেখেন, আমার কোনও সন্দেহ নেই যে আপনি দেশকে আরও কিছু দিতে পারবেন, এমনিও আপনার বয়স বেশি নয়। আগামীদিনে অবশ্যই দেশকে আরও কিছু দিতে পারবেন। তবে নির্বাচনী অফিসে আপনি আবেদন করতে পারেন, সেখান থেকেও আপনি দেশের সেবা করতে পারেন।