নতুন দিল্লি, ৭ এপ্রিল: জেল থেকে ছাড়া পেয়ে দেশের রাজনীতিতে ফের সক্রিয় ভূমিকায় নেমে পড়লেন নভজোত সিং সিধু (Navjot Singh Sidhu)। জেল থেকে ছাড়া পেয়ে রাহুল গান্ধীর প্রশংসার পঞ্চমুখ হয়েছিলেন। এরপর দিল্লিতে এসে সিধু দেখা করেন রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রার সঙ্গে। এবার প্রাক্তন ক্রিকেটার তথা পঞ্জাব কংগ্রেসের প্রাক্তন সভাপতি দেখা করলেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে। সিধুর সাক্ষাতের সময় মল্লিকার্জুনের সঙ্গে ছিলেন অভিজ্ঞ কংগ্রেস নেতা জয়রাম রমেশও।
সিধুর নেতৃত্বে নেমে গত বছর পঞ্জাব বিধানসভায় ভরাডুবি হয়েছেল কংগ্রেসের। প্রথমবার পঞ্জাবে ক্ষমতায় আসে আপ আদমি পার্টি। এরপর দীর্ঘদিনের পুরনো এক খুনের মামলায় এক বছরের জেল হয় সিধুর। আরও পড়ুন-
দেখুন ছবিতে
Congress leader Navjot Singh Sidhu met party president, Mallikarjun Kharge and party general secretary in-charge communications, Jairam Ramesh
(Source - Navjot Singh Sidhu's Twitter handle) pic.twitter.com/dGiRdzBaes
— ANI (@ANI) April 7, 2023
জেলের সাজা খেটে সিধু যখন মুক্ত হলেন, তখন পঞ্জাবের রাজনীতিতে অনেক বদল ঘটে গিয়েছে। সিধু এবার বদলের হাওয়ায় রাজনীতিতে তাঁর প্রত্যাবর্তনের লড়াই শুরু করে দিলেন। ক্রিকেটীয় কেরিয়ারে সিধুর প্রত্যাবর্তন বরাবরই চমকপ্রদ হয়েছিল। রাজনীতিতেও সেটা হয় কি না সেটা দেখার। সূত্রের খবর, ২০২৪ লোকসভা নির্বাচনের আগে দেশজুড়ে কংগ্রেসের প্রচারের কাজে দারুণ কথা বলতে পারে সিধুকে কাজে লাগাতে চান রাহুল গান্ধী।