৭৯ তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Adhir Ranjan Chowdhury)। এই ভাষণের মধ্যে দেশকে আত্মনির্ভর হওয়ার বার্তা দেন তিনি। সেই সঙ্গে জিএসটি সংস্কার, যুবসমাজের মধ্যে যাঁরা প্রথম চাকরি পাবেন, তাঁদের জন্য ১৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এহেন ঘোষণার পর বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এনডিএ শিবির সমর্থন করলে সমালোচনা শুরু করেছেন বিরোধী নেতারা। যেমন কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরি।
কী বললেন অধীর?
তিনি বলেন, “দেশে বেকারত্বের হার ক্রমেই বেড়ে চলেছে। সরকারি পরিসংখ্যানই তার বড় প্রমাণ। প্রধানমন্ত্রী মোদী প্রথমের দিকে ঘোষণা করেছিলেন, বছরে নাকি ২ কোটি কর্মসংস্থান হবে। কিন্তু সেই ২ কোটি চাকরি কোথায় গেল, হারিয়ে গেল কিনা, কারোর জানা নেই। উনি আবার প্রতিবছরই কিছু না কিছু গ্যারেন্টি দিয়ে থাকেন। এই ধরনের গ্যারেন্টির কোনও ওয়ারেন্টি নেই। কবে, কখন সেগুলি পূরণ হবে তা কারোর জানা নেই। ফলে এই ধরনের ভাষণে জগগণের আর মন ভিজছে না”।
দেখুন অধীরের বক্তব্য
#WATCH | Murshidabad, West Bengal | On PM Modi's Independence Day speech, Congress leader Adhir Ranjan Chowdhury says, "The number of unemployed people in the country is increasing day by day, the government's own figures show this. Prime Minister Modi had said in the beginning… pic.twitter.com/pqwAjEwoa9
— ANI (@ANI) August 16, 2025
কংগ্রেসকে নিয়ে পাল্টা সমালোচনা বিজেপির
প্রসঙ্গত, গতকালের স্বাধীনতা দিবসে উপস্থিত ছিলেন না কংগ্রেস নেতৃত্ব। জাতীয় অনুষ্ঠানে গরহাজির ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গের মতো নেতারা। এই নিয়ে ইতিমধ্যেই পাল্টা বিতর্ক শুরু করেছে বিজেপি নেতারা। বিরোধী নেতৃত্বকে দেশবিরোধী বলে কটাক্ষ করছেন তাঁরা।