নির্বাচনের আগে কোনওরকমের প্রকল্প ঘোষণা করে জনগণকে প্রভাবিত করার বিরোধীতা করে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এই নিয়ে বিরোধীদের সমালোচনাও করে এসেছেন তিনি। সেই মোদীর পরম বন্ধু বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) নির্বাচনের আগেই একের পর এক সরকারী প্রকল্প ঘোষণা করছেন। শিক্ষাক্ষেত্রে প্রকল্প ঘোষণার পাশাপাশি রাজ্যের যুবসমাজকে চাকরি না দিয়ে হাজার টাকা করে ভাতা দেওয়ারও ঘোষণা করেছেন তিনি। ভোটের আগে এই ধরনের প্রকল্প ঘোষণা করে এনডিএ শিবিরের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে চাইছেন নীতীশ কুমার। যদিও এই প্রকল্পগুলি ঘোষণা করে নির্বাচনের হাওয়া বৃথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে পাল্টা কটাক্ষ বিরোধীদের।

কটাক্ষ অধীরের

এই প্রসঙ্গে বাংলার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরি (Adhir Ranjan Chowdhury) বলেন, যখন বিরোধীরা নির্বাচনের আগে এই ধরনের প্রকল্প ঘোষণা করে, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই এর বিরোধীতা করেন। এখন নীতীশ কুমার একের পর এক প্রকল্প ঘোষণা করছেন, এখন কেন নীরব তিনি? ওনার নীতি আদর্শ এখন কোথায় যাচ্ছে? এতদিন ধরে নীতীশ কুমার রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন। আর ভোটের আগেই এই ঘোষণা করছেন। তাহলে কী এতদিন শিক্ষাঋণ সুদমুক্ত করার চিন্তাভাবনা মাথায় আসেনি তাঁর?

দেখুন অধীর রঞ্জন চৌধুরির মন্তব্য

সরকারী প্রকল্পের ঘোষণা নীতিশ কুমারের

প্রসঙ্গত, বৃহস্পতিবার নীতিশ কুমার শিক্ষাঋণ সুদমুক্ত করার ঘোষণার পাশাপাশি যে সমস্ত যুবক-যুবতীরা স্নাতক পাশ করেও বেকার বসে আছেন, তাঁদের জন্য মাসে ১ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন নীতীশ কুমার। আর তারপরেই বিহারের রাজনীতিতে উঠেছে সমালোচনার ঝড়।