নতুন দিল্লি, ৩০ সেপ্টেম্বর: একেবারে টানটান নাটক কংগ্রেস সভাপতি নির্বাচনকে ঘিরে। গতকাল, রাতে কংগ্রেস সভাপতি পদে মনোনয়ন তুললেও নিজেকে লড়াই থেকে সরিয়ে নিলেন দিগ্বিজয় সিং। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং গান্ধী পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ হলেও, তিনি অনেকটা বিতর্কিত চরিত্র বলে শেষ অবধি তাঁকে লড়াই থেকে সরে যেতে হল। দিগ্বিজয়ের পরিবর্তে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ দক্ষিণের বর্ষীয়াণ নেতা মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস সভাপতি পদে দাঁড়াচ্ছেন। অশোক গেহলট নিজে মল্লিকার্জুন খাড়গের নাম সভাপতি পদপ্রার্থী হিসেবে প্রস্তাব করতে চলেছেন বলে খবর।
আজ, দুপুর ৩টের সময় মনোনয়ন পত্র তুলবেন কর্ণাটকের অভিজ্ঞ নেতা মল্লিকার্জুন। ক দিন আগে অশোক গেহলটে জানিয়েছিলেন, তিনি কংগ্রেস সভাপতি পদে প্রার্থী হতে মনোনয়ন তুলবেন। কিন্তু রাজস্থান কংগ্রেসে অচলাবস্থায় কংগ্রেস হাইকমান্ডের রোষানলে পড়ে সভাপতি পদের লড়াই থেকে সরে আসেন গেহলট।আরও পড়ুন-সুরাটে রিভার্স ব্যাংক অফ ইন্ডিয়া লেখা ২৫ কোটির জাল নোট উদ্ধার
দেখুন টুইট
Our senior leaders together have taken the decision regarding Kharge ji's nomination (for Congress president post), I will be a proposer for him: Congress leader & Rajasthan CM Ashok Gehlot in Delhi pic.twitter.com/GQ9KMjNjaJ
— ANI (@ANI) September 30, 2022
তার আগে দুপুর ১টেয় কংগ্রেস সভাপতি পদে মনোনয়ন জমা দিচ্ছেন কেরলের সাংসদ শশী থারুর। শশী বেশ কয়েকদিন আগেই কংগ্রেস সভাপতি পদে মনোনয়ন পত্র তুলেছিলেন। এবারের কংগ্রেস সভাপতি নির্বাচন দ্বিমুখি লড়াই হতে চলেছে। যদিও ঝাড়খণ্ডের এক কংগ্রেস নেতা সভাপতি পদে দাঁড়াতে পারেন বলে জল্পনা।