Modi, Rahul ,Akhilesh ,Mamata.

নয়া দিল্লি, ১১ নভেম্বর: দুই রাজ্যের বিধানসভা নির্বাচন এবং ওয়ানাড লোকসভা আসন সহ বেশ কয়েকটি জায়গায় উপনির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। অভিযোগ,পাল্টা অভিযোগ, শোকজ নিয়ে নির্বাচন কমিশনের অফিসে এখন রাজনীতিবিদদের ভিড়। আগামী ১৩ নভেম্বর ঝাড়খণ্ডে প্রথম দফায় বিধানসভা নির্বাচন, প্রিয়াঙ্কা গান্ধীর প্রার্থী হওয়া ওয়ানাড লোকসভায় উপনির্বাচনের পাশাপাশি বাংলা, ইউপি সহ বেশ কয়েকটি রাজ্যের কিছু আসনে বিধানসভা উপনির্বাচন।

এদিন দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস নির্বাচন সংক্রান্ত একের পর এক অভিযোগ, পাল্টা অভিযোগ আসতে থাকল। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, নির্বাচনী প্রচারে একটি আপত্তিকর বিজ্ঞাপনের ভিডিয়োতে FIR দায়ের হওয়ার পরেও, বিজেপি সেটাকে প্রচার করে চলেছে। সেই বিজ্ঞাপনটি হল, মহারাষ্ট্রের ধুলের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলা, "এক থাকলে নিরাপদ থাকব" (Ek Hain Toh Safe Hai) স্লোগান। মোদীর বলা এই স্লোগান মহারাষ্ট্রের বিভিন্ন সংবাদপত্রের প্রথম পাতায় বিজ্ঞাপন হিসেবে প্রকাশ করে বিজেপি। কংগ্রেসের অভিযোগ, এমন স্লোগান তুলে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে বিভেদের রাজনীতি করে ফায়দা তুলতে।

বিজ্ঞাপন আপত্তিকর দাবি করে কমিশনে কংগ্রেস

সংবিধান নিয়ে রাজনীতির অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে কমিশনে বিজেপি

বিজেপিও পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে সংবিধান নিয়ে রাজনীতি করার অভিযোগে কমিশনে গিয়েছে। ইউপি উপনির্বাচনের প্রচারে বাধা দেওয়ার অভিযোগে কমিশনে গিয়েছে সমাজবাদী পার্টি। কেন্দ্রীয় বাহিনী সহ উপনির্বাচন সংক্রান্ত বেশ কিছু অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। অশোক স্তম্ভকে অপমানের অভিযোগে বাংলার ৬ আসনে উপ নির্বাচনের আগে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার-কে শো কজ করেছে নির্বাচন কমিশন।