Toll Tax (Photo Credits: X)

নয়াদিল্লি, ১৩ জুলাইঃ দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি খবর ঘুরছে। যেখানে দাবি করা হয়েছে, এবার থেকে ন্যাশনাল হাইওয়েতে (National Highway) বাইক কিংবা স্কুটিকেও দিয়ে হবে টোল ট্যাক্স। অর্থাৎ বড় গাড়ির পাশাপাশি জাতীয় সড়কে দু চাকার গাড়ি চালানোর জন্যেও গুনতে হবে টাকা। কেন্দ্রীয় সরকার দ্বারা গৃহীত হয়েছে এই সিদ্ধান্ত। এই খবর ঘিরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। সাধারণ মানুষের মধ্যে বিরাট ক্ষোভের সঞ্চার হয়। আমজনতার প্রতিবাদের মুখে পড়ে এবার তড়িঘড়ি সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছে কেন্দ্র। এমনটাই দাবি করেছে কংগ্রেস (Congress)।

জাতীয় সড়কে দু চাকার গাড়ির উপরে টোল ট্যাক্স?

১৩ জুলাই, রবিবার কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে জানানো হয়, টোল প্লাজায় (Toll Plaza) দু’চাকার গাড়ির ক্ষেত্রে ছাড় তুলে নিচ্ছে মোদী সরকার। ২৬ জুন সেই খবর সামনে এসেছে। বাইক, স্কুটার নিয়ে জাতীয় সড়কে উঠলে গুনতে হবে টোল ট্যাক্স। কিন্তু কেন্দ্র সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে সাধারণ মানুষ। এরপরেই তাৎক্ষণিকভাবে ইউ টার্ন নিয়ে সরকারের তরফে জানানো হয়, বাইক কিংবা স্কুটি থেকে কোনও টোল আদায় করা হবে না। সরকারের এই ঘোষণা উত্তেজিত জনতাকে শান্ত করেছে।

বাইক-স্কুটিতে টোল ট্যাক্স নিয়ে কী বলছে কংগ্রেস

যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বাইক-স্কুটির উপর টোল ট্যাক্স চাপানোর খবরটি মিথ্যা বলে আগেই দাবি করেছিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)। সংস্থার তরফে জানানো হয়েছিল, ভারত সরকার এই ধরণের কোনও প্রস্তাব বিবেচনা করছে না। এমনকি কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari) এক্স হ্যান্ডেলে স্পষ্ট জানান, 'দু চাকার গাড়ির উপর টোল কর আরোপের বিষয়ে বিভ্রান্তিকর। এই ধরণের কোনও সিদ্ধান্তের প্রস্তাব করা হয়নি। বাইক স্কুটির জন্য টোল ছাড় সম্পূর্ণরূপে অব্যাহত থাকবে'।